গাংনীতে ডিবির অভিযানে ১৮ পিস ইয়াবাসহ আটক-২

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৯ আগস্ট, ২০২১
  • ৭৬০ বার পঠিত

 

মেহেরপুর জেলা গোয়েন্দা পুলিশ ডিবি অভিযান পরিচালনা করে ১৮ পিস ইয়াবাসহ শাহেদ আলী (৩০) ও হিরোক (৪০) নামের ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
আজ বৃহস্পতিবার (১৯আগস্ট), সন্ধা সাড়ে ৭ টার দিকে মেহেরপুর জেলা গোয়েন্দা পুলিশ ডিবি’র এস আই হাবিবুর রহমান সঙ্গীয় এস আই রুবেল আহমেদ ও এ এস আই আহসান হাবীবসহ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করে জেলার গাংনী উপজেলার তেরাইল এলাকা থেকে তাদের আটক করতে সক্ষম হয়।
মাদক বিক্রি হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ১৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
আটককৃত শাহেদ আলী গাংনী উপজেলার অলিনগর গ্রামের সুলতান আলীর ছেলে এবং হিরোক মেহেরপুর শহরের বাসস্ট্যান্ড পাড়ার মৃত আব্দুল মান্নানের ছেলে বলে জানা গেছে।
আটককৃতদের বিরুদ্ধে গাংনী থানায় নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন। তাদের বিরুদ্ধে আরও মাদকের মামলা বিচারাধীন রয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর