নড়াইলে গণধিকার পরিষদের শক্তি প্রদর্শন: লায়ন নুর ইসলামের এমপি প্রার্থীতা ঘোষণা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৮৪ বার পঠিত

 

 

 

নড়াইলে গণধিকার পরিষদের জাতীয় সংসদ নির্বাচন প্রস্তুতি সভা গতকাল সকাল ১০টায় আলাদাতপুরের এলিট কুজিন রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন গণধিকার পরিষদের মূল দল, অঙ্গসংগঠনগুলোর থানা ও জেলা পর্যায়ের সিরিয়ার নেতৃবৃন্দ।

সভায় সভাপতিত্ব করেন নড়াইল জেলা কমিটির সভাপতি, এবং কেন্দ্রীয় কমিটির মনিরুল মাওলা ও লায়ন নুর ইসলাম উপস্থিত থেকে নির্বাচন প্রস্তুতি ও কর্মসূচি বাস্তবায়নের নির্দেশনা প্রদান করেন।

সভায় কমিটি গঠন ও দায়িত্ব বণ্টন কার্যক্রম সম্পন্ন হয় এবং জেলা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক গণধিকার পরিষদের লক্ষ্য ও উদ্দেশ্য জনগণের দ্বারপ্রান্তে পৌঁছে দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।

দলের সাংগঠনিক সম্পাদক বলেন, “সমস্ত দল ও নেতাদের থেকে আমরা ব্যতিক্রম—এটাই জনগণের কাছে প্রমাণ করতে হবে।”

সভায় সংগ্রামী সভাপতি, সাধারণ সম্পাদক, যুব অধিকার, শ্রমিক ও ছাত্র অধিকার পরিষদের শীর্ষ নেতৃবৃন্দ এবং মনিরুল মাওলা বলেন, “আমরা চাই লায়ন নুর ইসলামকে নড়াইল-২ আসনে গণধিকার পরিষদের ব্যানারে এমপি হিসেবে দেখতে। এ লক্ষ্যে প্রত্যেক পাড়া-মহল্লায় আমাদের সক্রিয়ভাবে কাজ করতে হবে।”

লায়ন নুর ইসলাম বলেন, “দেশের রাজনীতি ও দেশপ্রেমের ক্ষেত্রে ভি.পি. নুরুল হক নূরের কোনো বিকল্প নেই। তার ত্যাগ ও আদর্শই আমাদের জন্য উদাহরণ। নির্বাচনের মধ্য দিয়ে এই ব্যতিক্রম জনগণের কাছে প্রমাণ করতে হবে। নির্বাচিত হওয়ার পর কী করবেন তা বলে নয়, জনগণের কল্যাণে নতুন দিগন্তের ইতিহাস তৈরির নমুনা প্রদর্শন করতে হবে। মানুষ এখন যথেষ্ট সচেতন, তারা নতুনত্বের সন্ধানে রয়েছে। আপনাদের এই সক্ষমতা প্রমাণ করতে হবে।”

দয়া করে নিউজটি শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর