মেহেরপুরে ৬ বোতল ফেনসিডিলসহ স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৯ অক্টোবর, ২০২১
  • ৭০২ বার পঠিত

 

মেহেরপুর জেলা গোয়েন্দা পুলিশ ডিবি মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ৬ বোতল ফেনসিডিলসহ মেহেরপুর শহর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক মাহফিজুর রহমান পোলেনকে গ্রেফতার করেছে।
আজ মঙ্গলবার (১৯ অক্টোবর), রাতে মেহেরপুর শহরের মল্লিকপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে পোলেনকে গ্রেফতার করা হয়। পোলেন মেহেরপুর শহরের মল্লিকপাড়ার মনিরুল ইসলামের ছেলে বলে জানা যায়।
জেলা গোয়েন্দা পুলিশ ডিবি সূত্রে জানা যায়, মাদক বিক্রি হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে মেহেরপুর জেলা গোয়েন্দা পুলিশ ডিবি’র ইন্সপেক্টর তরিকুল ইসলামের নেতৃত্বে সঙ্গীয় এস আই অজয় কুমার কুন্ডু, এ এস আই আহসান হাবীব, হেলাল উদ্দিনসহ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করে পোলেনকে আটক করতে সক্ষম হন। এসময় পোলেনের কাছ থেকে ৬ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়।
আটককৃত পোলেনের বিরুদ্ধে মাদকের মামলার প্রস্তুতি চলছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর