মেহেরপুরের গাংনীতে সড়ক দুর্ঘটনায় অষ্টম শ্রেণির ছাত্রী আহত

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট টাইম : বুধবার, ১৯ আগস্ট, ২০২০
  • ৭৮৫ বার পঠিত

মেহেরপুরের গাংনীতে সড়ক দুর্ঘটনায় অষ্টম শ্রেণির ছাত্রী আহত

মেহেরপুর, ১৯ আগষ্টঃ মেহেরপুরের গাংনীতে সড়ক দুর্ঘটনায় জালিমা(১৫) নামের এক স্কুলছাত্রী আহত হয়েছে। সে উপজেলার ব্রজপুর গ্রামের আইয়ুব আলী মেয়ে ও এলাকার হাড়াভাঙ্গা এইচ বি মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেনির ছাত্রী।

বুধবার সকাল সাড়ে ৮ টার সময় উপজেলার হাড়াভাঙ্গা-রামনগর সড়কে ব্রজপুর গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, দোকান থেকে ডিম কিনে বাসায় ফেরার পথে দ্রুতগামী মাইক্রোবাস ধাক্কা দিলে সে রাস্তায় লুটিয়ে পড়ে এবং স্থানীয়রা তাকে উদ্ধার করে বামন্দি আল-শেফা ক্লিনিকে ভর্তি করে।
স্থানীয় লোকজন মাইক্রোবাসটি আটক করেছে যার রেজিঃ নং ঢাকা মেট্রো চ ১৪-০২২০.
গাড়ির চালক কাজিপর খন্দকার পাড়ার মুকলেচ আলীর ছেলে আকাশ আলী (২৫). সে ঘটনার পর গাড়ি ফেলে পালিয়ে যায়।

গাংনী থানার ওসি (তদন্ত) মোঃ সাজেদুল ইসলাম জানান, বিষয়টি আমি শুনেছি, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর