হরিণাকুণ্ডু বাজার সহ বিভিন্ন বাজারে ভ্রাম্যমান আদালতে জরিমানা

হরিণাকুণ্ডু ঝিনাইদহ প্রতিনিধিঃবাচ্চু মিয়া
  • আপডেট টাইম : বুধবার, ২১ ডিসেম্বর, ২০২২
  • ১৭৫ বার পঠিত

 

ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার হরিণাকুণ্ডু বড় বাজার,পার্বতীপূর বাজার সহ বিভিন্ন বাজারে অতিরিক্ত মূল্যে নিত্য প্রয়োজনিয় খাদ্য সামগ্রী বিক্রয়,প্লাস্টিক মোড়কে খাদ্যদ্রব্য সরবরাহ ও বিক্রয় সহ নানা অপরাধে একাধিক ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালত পরিচালোনা করে জরিমানা করলেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুস্মিতা সাহা।
এসময় তিনি হরিণাকুণ্ডু বড় বাজারে সুমাইয়া খাদ্য ভান্ডারের মালিক সমির খোন্দকারকে প্লাস্টিক মোড়কে খাদ্য সামগ্রী বিক্রয়ের অপরাধেে পাঁচ হাজার(৫০০০/-) টাকা, ভূষিমাল বিক্রেতাকে একই অপরাধে দশ হাজার (১০’০০০/-)টাকা, পার্বতীপূর বাজারে ভূষিমাল ব্যবসায়ী আব্দুল ওহাবকে দশ হাজার(১০,০০০/-) টাকা জরিমানা করেন।
পণ্যে পাটজাত মেড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন ২০১০এর ১৪ ধারায় তিনি ব্যবসায়ীদের সর্বমোট পচিশ হাজার(২৫,০০০/-)টাকা জরিমানা করেন।
সাথে ছিলেন নির্বাহী অফিসার সুস্মিতা সাহা এর অফিস সহকারী আসাদুল ইসলাম,প্রোসেস সার্ভার মঞ্জু মিয়া।
ভ্রাম্যমান আদালত পরিচালোনা কাজে থানা পুলিশ সদস্যরা সহোযোগিতা করেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর