হরিণাকুণ্ডুতে বাল্যবিবাহের দায়ে কনের পিতাকে জরিমানা

হরিণাকুণ্ডু ঝিনাইদহ থেকে বাচ্চু মিয়া
  • আপডেট টাইম : শুক্রবার, ১ মার্চ, ২০২৪
  • ১৪১ বার পঠিত

 

 

 

ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে বাল্যবিবাহ দেওয়ার দায়ে ১৩ বছরের কনের পিতাকে পনের (১৫০০০) হাজার টাকা জরিমানা করলেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিরুপমা রায়।
শুক্রবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে উপজেলার তাহেরহুদা ইউনিয়নের তাহেরহুদা গ্রামে কৃষক পিতার বাড়ীতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে বিয়ের প্যান্ডেলে বসে তিনি এই জরিমানা করেন।

সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিরুপমা রায় জানান নাবালিকা কন্যার পিতা তার মেয়ের বয়স ১৮ বছরের কম জেনে ও নিশ্চিত হওয়ার পরও কন্যাকে বিবাহ দিচ্ছিল বলে তাকে জরিমানা আওতায় আনা হয়েছে।এছাড়াও কন্যার বয়স ১৮ বছর পূর্ণ হলে বিবাহ দেবে মর্মে মুচলেকা আদায় করা হয়।
ভ্রাম্যমান আদালত পরিচালনা কাজে থানা পুলিশ কর্মকর্তা ও পুলিশ সদস্যরা সহযোগিতা করেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর