হরিনাকুণ্ডুতে সবজির সাথে গাঁজা চাষ,চাষী আটক

হরিনাকুণ্ডু(ঝিনাইদহ)থেকে রাব্বুল হুসাইন
  • আপডেট টাইম : শনিবার, ২৩ এপ্রিল, ২০২২
  • ১৯৩ বার পঠিত

 

ঝিনাইদহের হরিনাকুণ্ডুতে ১১ টি গাঁজার গাছসহ মোঃ আলমগীর হোসেন (২৫) নামে একজনকে আটক করেছে পুলিশ। শনিবার রাত ১১ টা ৩০ ঘটিকার সময় উপজেলার ৮ নং ওয়ার্ড বৈঠাপাড়া গ্রামের নিজ বাসভবন থেকে তাকে আটক করা হয়। গাঁজা চাষী আলমগীর হোসেন বৈঠাপাড়া গ্রামের ছাব্দার হোসেনের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, আলমগীর হোসেন তার বাড়ির আঙ্গিনায় সবজি গাছের সাথে গাঁজা রোপণ করে।পরবর্তীতে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে এস আই জগদীশ চন্দ্র বসু ও এস আই হুমায়ুন কবির সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ১১টি গাঁজা গাছ সহ তাকে আটক করে।অধিক লাভের আশায় গাঁজার বীজ সংগ্রহ করে গোপনে ও কৌশলে চাষাবাদ করে আসছিল বলে থানায় পুলিশের কাছে স্বীকার করে আলমগীর হোসেন।

থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, তার বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা করা হয়েছে। তাকে আজ শনিবার (২৩ এপ্রিল ) দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর