কুষ্টিয়া পুলিশের দক্ষতা উন্নয়ন কোর্সের ৮ম ব্যাচের সনদ বিতরণ

কে এম শাহীন রেজা কুষ্টিয়া জেলা প্রতিনিধি।।
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৪ নভেম্বর, ২০২২
  • ১১৮ বার পঠিত

 

বাংলাদেশ পুলিশের সকল সদস্যের পদমর্যাদা ভিত্তিক প্রশিক্ষণের আওতাভুক্ত নায়েক ও কনস্টেবলদের দক্ষতা উন্নয়ন কোর্স-এর ৮ম ব্যাচের সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠিত হয়। গত ২৪ নভেম্বর ২০২২ তারিখে ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন এর সভাপতিত্বে ও জেলা পুলিশ কুষ্টিয়ার আয়োজনে পুলিশ লাইন্স সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। উক্ত সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি কুষ্টিয়ার পুলিশ সুপার মোঃ খাইরুল আলম উপস্থিত থেকে সনদ বিতরণ করেন। তিনি তার বক্তব্যে বলেন, জীবনের প্রয়োজনে প্রতিটি মানুষের পেশাগত কাজের উন্নয়েনের জন্য একাডেমিক শিক্ষার পাশাপাশি প্রশিক্ষণ গ্রহণের প্রয়োজন হয়।

https://youtu.be/N1gam4bQEls

উল্লেখ্য গত ১৯ নভেম্বর ২০২২ তারিখে প্রশিক্ষন কর্মসূচী শুরু হয় এবং ২৪ নভেম্বর ২০২২ তারিখে প্রশিক্ষনের সমাপ্তি হয়। এ প্রশিক্ষনে কনস্টেল এবং নায়ক পদমর্যাদার প্রশিক্ষনার্থী অংশ গ্রহণ করেন এবং প্রত্যেক দিনের শুরুতে ভোর ০৬:৩০ মিনিটে পিটির মাধ্যমে শুরু হয় প্রশিক্ষণ কর্মসূচী। অতঃপর প্যারেড, আইন ক্লাশ এবং ০৬:০০ মিনিটে রাত্রকালীন আইন ক্লাশের মাধ্যমে সমাপ্ত হয় প্রশিক্ষন কর্মসূচীর। উক্ত সমাপনী ও সনদপত্র বিতরণী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মোঃ হাফিজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার, ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, ইন্সপেক্টর পদমর্যাদার প্রশিক্ষক, নায়েক ও কনস্টেবল পদমর্যাদার প্রশিক্ষনার্থীবৃন্দ।

দয়া করে নিউজটি শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর