পশ্চিম মালসাদহ হতে পূর্ব মালসাদহ সড়কটি বিকল্প হতে পারে
রাস্তাটি মেহেরপুর জেলার গাংনী উপজেলার পৌরসভাধীন ৬ নং ওয়ার্ডের পশ্চিম মালসাদহ ব্রিজ থেকে পূর্ব মালসাদহ (প্রায় ১ কি: মি:) যাওয়ার বিকল্প সহজ রাস্তা।
যে রাস্তা দিয়ে প্রতিদিন শত শত মানুষ, ছোট ছোট নসিমন, করিমন, আলগামন ইত্যাদি যানবাহন পূর্ব মালসাদহ দিয়ে, গোপালনগর, হাড়িয়াদহ ইত্যাদি গ্রামে অনায়াসে যাতায়াত করতে পারবে।
এই রাস্তাটি সংস্কার করে পিচ করা হলে গাংনীর প্রধান রাস্তা বাদ দিয়ে বিকল্প এই রাস্তা দিয়ে যাতায়াত করলে গাংনী বাজারে যানবাহনের চাপটা অনেকাংশে হ্রাস পাবে। ছোট যানবাহনগুলো তখন গাংনীর প্রধান সড়কে প্রবেশ করবে না।
রাস্তাটির বেহাল দশা!রাস্তাটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।প্রায় দুই যুগ ধরে এই রাস্তার কোন সংস্কার কারো চোখে পড়ে নি। যারাই ক্ষমতায় এসেছে তারাই এড়িয়ে গেছে।তাই এলাকাবাসীর দাবী রাস্তাটি সংস্কারসহ স্থায়ীপিচের ব্যবস্থা গ্রহণ করা হোক।