কতিপয় মাদক ব্যবসায়ী ০১ টি কাভার্ড ভ্যান যোগে মাদকদ্রব্য নিয়ে বিক্রির উদ্দেশ্যে চট্টগ্রাম হতে ঢাকার দিকে নিয়া যাচ্ছে । উক্ত তথ্যের ভিত্তিতে ২১ নভেম্বর ২০২১ ইং তারিখ রাত ০২:৫০ ঘটিকায় র্যাব-৭, সিপিসি-১, ফেনী ক্যাম্পের একটি আভিযানিক দল ফেনী জেলার ফেনী মডেল থানাধীন চট্টগ্রাম হতে ঢাকাগামী মহাসড়কের মহিপালস্থ শ্যামলী পরিবহন বাস কাউন্টারের সামনে পাঁকা রাস্তার উপর একটি বিশেষ চেকপোষ্ট স্থাপন করে গাড়ী তল্লাশী শুরু করে। এসময় র্যাবের চেকপোস্টের দিকে আসা একটি কাভার্ড ভ্যানের গতিবিধি সন্দেহজনক মনে হলে র্যাব সদস্যরা কাভার্ড ভ্যানটিকে থামানোর সংকেত দিলে কাভার্ড ভ্যানটি না থামিয়ে দ্রæত গতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে র্যাব সদস্যরা ধাওয়া করে আসামী ১। মোঃ কামরুল নেওয়াজ, পিতা- মৃত নূরুল হক, গ্রাম- মেরুল, থানা- রামু, জেলা- কক্সবাজার, ২। মোঃ সাগর, পিতা- মৃত রুহুল আমিন, গ্রাম- শেখদি, থানা- ফরিদগঞ্জ, জেলা- চাঁদপুর, ৩। মোঃ রতন খাঁন, (ড্রাইভার), পিতা- মৃত ওয়াহিদ খান, গ্রাম- পাল তালুক, থানা- ফরিদগঞ্জ, জেলা- চাঁদপুরদেরকে আটক করতে সক্ষম হয়।
পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামীদেরকে জিজ্ঞাসাবাদ ও তল্লাশী করে তাদের দেখানো ও সনাক্তমতে উক্ত কাভার্ড ভ্যানের ড্রাইভিং সীটের পাশে বিশেষ কৌশলে রাখা ২ টি শপিং ব্যাগের ভিতর হতে মোট১০,৮৭০ পিস ইয়াবা ট্যাবলেট সহ আসামীদেরকে গ্রেফতার করা হয় এবং উক্ত কাভার্ডভ্যানটি ঢাকা মেট্রো-ট-১৩-৩৪৬৯জব্দ করা হয়। আসামীদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা মূলত ড্রাইভিং পেশার আড়ালে সুকৌশলে দীর্ঘদিন যাবৎ মাদকদ্রব্য (ইয়াবা ট্যাবলেট) কক্সবাজার এলাকা হতে এনে পরবর্তীতে ঢাকাসহ আশপাশের জেলার বিভিন্ন মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের নিকট বিক্রি করে আসতেছে বলে স্বীকার করে। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৫৪ লক্ষ ৩৫ হাজার টাকা।