২৬ ডিসেম্বর বিশ্ববাসী দেখবে সূর্যগ্রহণ বিরল অগ্নিবলয় ।

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : সোমবার, ২৫ নভেম্বর, ২০১৯
  • ৮৭৫ বার পঠিত

 

আগামী ২৬ ডিসেম্বর বিরল মহাজাগতিক দৃশ্যের সাক্ষী হবে পৃথিবীবাসী। এদিন সূর্যগ্রহণ। তবে এটি সাধারণ কোনো সূর্যগ্রহণ নয়। এসময় সূর্যের চারপাশে দেখা যাবে আগুনের বলয়। বিজ্ঞানী যাকে বলেন ‘রিং অব ফায়ার’।

খালি চোখেই আগামী ২৬ ডিসেম্বর অভাবনীয় ‘রিং অব ফায়ারে’র দৃশ্য অবলোকন করতে পারবেন পৃথিবীবাসী। এ সূর্যগ্রহণ চলবে অন্তত অন্তত আড়াই ঘণ্টা ধরে।

এদিন প্রায় গোটা সূর্যটাকেই ঢেকে ফেলবে চাঁদ। সূর্যের অন্তত ৯১.৯৩ শতাংশই ঢেকে যাবে চাঁদের আড়ালে। সেই অবস্থা ২ মিনিট ৪৭ সেকেন্ড স্থায়ী হবে। সকাল ৮টা ৫ মিনিট থেকে ৮টা ৮ মিনিট পর্যন্ত সেই দৃশ্য দেখা যাবে। দৃশ্যটি সংযুক্ত আরব আমিরাত থেকে সবচেয়ে ভাল দেখা যাবে।

নাসার তরফে জানানো হয়েছে, চাঁদ চলে আসবে পৃথিবী আর সূর্যের ঠিক মাঝখানে। ফলের চাঁদের চারপাশে তৈরি হবে সূর্যের একটি ‘রিং’। একেবারে সুন্দর গোলাকর এই রিং তৈরি হবে। খালি চোখে এই দৃশ্য দেখতে নিষেধ করেছেন বিজ্ঞানীরা। এদিন আকাশ মেঘহীন থাকবে বলেও আশা করছেন আবহাওয়াবিদরা।

সর্বশেষ পৃথিবীবাসী বিরল এমন দৃশ্য অবলোকন করেছিলো ১৭২ বছর আগে। ১৮৪৭ সালেও এবারের মতো সূর্যগ্রহণ দেখা গিয়েছিলো অগ্নিবলয়সহ।

দয়া করে নিউজটি শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর