জাতীয় পার্টির (জাপা)জাতীয় সম্মেলন আগামী ২৮ ডিসেম্বর রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে অনুষ্ঠিত হবে। আজ রবিবার দলের প্রেসিডিয়াম ও সংসদ সদস্যদের সভায় এ সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়েছে।
এ ছাড়া সভায় চট্টগ্রাম-৮ আসনের আসন্ন উপনির্বাচনে জাপার অংশগ্রহণ এবং দলের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মহাসচিব জিয়া উদ্দিন আহমেদ বাবলুকে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে মনোনীত করা হয়েছে সভায়।
জাপার চেয়ারম্যান ও সংসদে বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদেরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় দেশের সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
সভায় প্রেসিডিয়াম সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন পার্টির মহাসচিব সাংসদ মসিউর রহমান রাঙ্গা, প্রেসিডিয়াম সদস্য এম এ সাত্তার, সাংসদ কাজী ফিরোজ রশীদ, জিয়া উদ্দিন আহমেদ বাবলু, মো. আবুল কাশেম, সাংসদ সৈয়দ আবু হোসেন বাবলা, হাফিজ উদ্দিন আহমেদ, সাংসদ গোলাম কিবরিয়া টিপু, অ্যাডভোকেট শেখ মুহাম্মদ সিরাজুল ইসলাম, সাংসদ ফখরুল ইমাম, সাংসদ মুজিবুল হক চুন্নু, সাংসদ অ্যাডভোকেট সালমা ইসলাম, সৈয়দ মোহাম্মদ আব্দুল মান্নান, হাবিবুর রহমান, সুনীল শুভ রায়, এস এম ফয়সল চিশতী, মীর আব্দুস সবুর আসুদ, সাইফুদ্দিন আহমেদ মিলন, মো. আজম খান, সোলায়ম আলম শেঠ, আতিকুর রহমান আতিক, মেজর (অব.) খালেদ আখতার, ব্যারিস্টার দিলারা খন্দকার, অ্যাডভোকেট মো. রেজাউল ইসলাম ভূঁইয়া, ফখরুজ্জামান জাহাঙ্গীর, সৈয়দ দিদার বখ্ত, কাজী মামুনুর রশীদ, সাংসদ নাজমা আখতার, আব্দুস সাত্তার মিয়া, আলমগীর সিকদার লোটন, এমরান হোসেন মিয়া, সাংসদ মেজর (অব.) রানা মোহাম্মদ সোহেল।
চেয়ারম্যানের বিশেষ আমন্ত্রণে পার্টির সংসদ সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন রওশন আরা মান্নান, শরিফুল ইসলাম জিন্নাহ, লিয়াকত হোসেন খোকা, আহসান আদেলুর রহমান, নুরুল ইসলাম তালুকদার, পনির উদ্দিন আহমেদ।