অজয় কুমার কুন্ডু’র আরও একটি সফলতা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৮ আগস্ট, ২০২২
  • ২৩৬ বার পঠিত

 

মেহেরপুর জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক অজয় কুমার কুন্ডু সফলতা অর্জনের পর এবার মাগুরায় বদলি হয়ে সেখানেও সফলতার যাত্রা শুরু করেছেন।
মাগুরার রাজাপুর পুলিশ ক্যাম্পের এসআই অজয় কুমার কুন্ডু’র নেতৃত্বে এএসআই তানভীর মোর্শেদসহ সঙ্গীয় টিম নিয়ে অভিযান পরিচালনা করে গ্রেফতার করলেন সাজাপ্রাপ্ত পলাতক আসামি ওয়াদুদ সর্দার (৫৫) কে।
বৃহস্পতিবার (১৮ আগস্ট), ভোর সাড়ে ৪ টার দিকে ঢাকার শাহাজাহাপুর থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ওয়াদুদ সর্দার মাগুরার মহাম্মদপুর থানার রাজাপুর গ্রামের মৃত বাহাদুর সর্দারের ছেলে।
ওয়াদুদ সর্দারের বিরুদ্ধে এসসি-৫৬০/২০ মামলায় ১ বছরের সাজা ও ২০ লক্ষ টাকা জরিমানা এবং অপর একটি মাগুরা সিআর-১৩৯/২০ মামলায় মোট ২ টি ওয়ারেন্ট রয়েছে। সে দীর্ঘদিন যাবত পলাতক ছিল। অবশেষে এসআই অজয় কুমার কুন্ডু’র নেতৃত্বে রাজাপুর পুলিশ ক্যাম্পের একটি চৌকস টিম ওয়াদুদ সর্দার কে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত ওয়াদুদ সর্দার বর্তমানে মহাম্মদপুর থানা হেফাজতে রয়েছে। দুপুরের দিকে তাকে বিজ্ঞ আদালতে প্রেরন করা হবে বলে জানা গেছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর