কুড়িগ্রামের রাজারহাটের ছিনাই ইউনিয়নে বাবা-মা ও ছোট বোনকে পিটিয়ে বেঁধে রেখে নবম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের ঘটনায় জড়িত তিন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার দুপুরে কুড়িগ্রাম পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান পুলিশ সুপার মহিবুল ইসলাম খান।

পুলিশ সুপার জানান, গ্রেপ্তার আসামিরা ডাকাতির উদ্দিশ্যে গিয়ে এ ঘটনা ঘটায়। ৩ আসামির মধ্যে ২ জনকে আদালতে রিমান্ড আবেদন করলে তাদের ৫ দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেন আদালত।

বাকি এক আসামিকে আদালতে রিমান্ড আবেদন করা হবে বলে জানান তিনি।সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, আসামি আব্দুল মালেককে (৩৮) লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর, আব্দুস সালামকে (৪২) কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার চর ভুরুঙ্গামারী এবং আবুল কালাম আজাদকে নাগেশ্বরী উপজেলার রায়গন্জ ইউনিয়নের হাজির মোড় এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃত আব্দুস সালামের বিরুদ্ধে ইতিপূর্বে বিভিন্ন থানায় ৫টি ও আবুল কালাম আজাদের বিরুদ্ধে ৩টি চুরির মামলা রয়েছে।

উল্লেখ্য, গত ২৬ জুলাই মধ্যরাতে রাজারহাট উপজেলার ছিনাই ইউনিয়নের মহিধর খন্ডক্ষেত্র গ্রামে মধ্যরাতে এ ঘটনা ঘটে।

ঐ রাতে বৃষ্টির মধ্যে অজ্ঞাতপরিচয়ের তিন যুবক মুখোশ পড়ে ভুক্তভোগী কিশোরীর বাড়িতে প্রবেশ করে তার বাবা-মা ও ছোট বোনকে পিটিয়ে বেঁধে রেখে পার্শ্ববর্তী একটি গাছের বাগানে নিয়ে ধর্ষণ করেন।

এ ঘটনায় গত ২৭ জুলাই রাজারহাট থানায় একটি মামলা দায়ের হয়।