কুড়িগ্রামে ৬হাজার নারী ও ১৩শ’ শিশুর স্বাস্থ্য-শিক্ষায় কার্যক্রম উদ্বোধন

নয়ন দাস, কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ
  • আপডেট টাইম : রবিবার, ২১ নভেম্বর, ২০২১
  • ৪৫৬ বার পঠিত

 

কুড়িগ্রাম সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নে ৬হাজার নারীর খাদ্য নিরাপত্তা ও ১হাজার ৩শ” শিশুর সুরক্ষা, শিক্ষা ও চিকিৎসা সেবার উন্নয়নে কর্মসূচি হাতে নিয়েছে।

রবিবার দুপুরে কার্যক্রমের উদ্বোধন ও ফলক উন্মোচন করেন কোরিয়ান ভিত্তিক দাতা সংস্থা কোইকা বাংলাদেশ’র কান্ট্রি ডিরেক্টর ইয়াং আ দো এবং ডবিøউএফপি’র ডেপুটি কান্ট্রি ডিরেক্টর পিট ভস্তেন।

বেসরকারি সংস্থা গুড নেইবারস বাংলাদেশ সিডিপি (কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোগ্রাম) প্রকল্পের মাধ্যমে যাত্রাপুর ইউনিয়নে ৪ বছর বয়সী শিশুদের ১৬ বছর পর্যন্ত শিক্ষা উপকরণ সহায়তা, পুষ্টি খাদ্য বিতরণ ও নিয়মিত হেলথ চেকআপ করবে। এছাড়াও ৬ হাজার নারীকে পারিবারিক উন্নয়নে সমবায় ভিত্তিক আয়মূলক কর্মকান্ডে সম্পৃক্ত করবে।

রবিবার সিডিপি প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে গুড নেইবারস বাংলাদেশ’র কান্ট্রি ডিরেক্টর এম মাঈনউদ্দিন মইনুল’র সভাপতিত্বে অতিথিবৃন্দ ছাড়াও বক্তব্য রাখেন সদর উপজেলার সমবায় কর্মকর্তা আব্দুর রাজ্জাক মিয়া, যাত্রাপুর ইউপি চেয়ারম্যান মো. আইয়ুব আলী সরকার, গুড নেইবারস মহিলা উন্নয়ন সমিতি লিডিটেড’র সভাপতি নিশীতা আক্তার প্রমুখ।

দয়া করে নিউজটি শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর