ঘরে ঘরে পুলিশিং সেবা পৌছে দিতে ওসি জসিমের বিট পুলিশিং মহড়া

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : রবিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২১
  • ৫০২ বার পঠিত

ঘরে ঘরে পুলিশিং সেবা পৌছে দিতে ওসি জসিমের বিট পুলিশিং মহড়া

এমরান হোসেন লক্ষ্মীপুর জেলা প্রতিনিধিঃ
লক্ষ্মীপুরে পুলিশিং সেবা জনগের নিকট পৌছে দোওয়ার লক্ষ্যে ওসি জসিমের বিট পুলিশিং মহড়া পরিচালনা করা হয়।

রবিবার (৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে দশটায় লক্ষীপুর সদর মডেল থানা থেকে মোটরযান ও পুলিশের নিজস্ব গাড়িযোগে ওসি জসিমের উদ্দিনের নেতৃত্বে পুলিশ সদস্যের একটি টিম সদর থানার বিভিন্ন হাটবাজার ও গুরুত্বপূর্ণ এলাকায় এলাকায় মহড়া পরিচালনা করেন।

এসময় কয়েকজন কিশোরকে মাদক থেকে দূরে থাকার ও ভালোভাবে চলার জন্যে উপদেশ প্রদান সহ স্থানীয় জনসাধারণের উদ্দ্যেশ্যে আইনী সহায়তা ও মাদক কারবারিদের বিরুদ্ধে হুশিয়ারী করে মাইকিং করেন ওসি জসিম।

এসময় জনগনের উদ্দ্যশে ওসি জসিম বলেন, আপনারা আইনী সহায়তা নিন;থানায় আসুন।থানায় মামলা করতে কোনো টাকা লাগে না।আমার থানা দালালমুক্ত।নির্ভয়ে আইনী সহায়তার জন্যে থানায় চলে আসুন।

সদর মডেল থানার ওসি জসীম উদ্দিন আরো বলেন,জনগণের দৌড় ঘরে পুলিশিং সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে লক্ষীপুর জেলার পুলিশ সুপারের সার্বিক নির্দেশনা ও তত্ত্বাবধানে বিট পুলিশং কার্যক্রম পরিচারলনা করি।জনগণের নিরাপত্তা নিশ্চিত করা,মাদক,চাঁদাবাজ,ছিনতাই, ডাকাতি ও কিশোর গ্যাং মুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে আজকের বিট পুলিশং কার্যক্রম পরিচারলনা করাই আমাদের মূল উদ্দ্যেশ্য।আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর