জোড়াদাহ মাধ্যমিক বিদ্যালয়ে পূনর্মিলনীর প্রস্তুতি সভা

হরিনাকুন্ডু (ঝিনাইদহ)থেকে মো রাব্বুল হুসাইন:-
  • আপডেট টাইম : শনিবার, ২০ নভেম্বর, ২০২১
  • ৫৭৩ বার পঠিত

এসো মিলি শিক্ষার্থী সকল প্রাক্তন, গড়ি ইতিহাস-ভ্রাতৃত্বের সেতুবন্ধন” এই স্লোগানকে সামনে রেখে ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার ঐতিহ্যবাহী জোড়াদাহ বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ছাত্রীদের আয়োজনে ২০২২ সালের ১৯ ফ্রেব্রুয়ারী পূনর্মিলনী অনুষ্ঠানের এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

 

শুক্রবার (১৯ নভেম্বর) বেলা ৩ ঘটিকায় উপজেলার ঐতিহ্যবাহী জোড়াদাহ বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক ফজলুর রহমান ও সহকারী শিক্ষক বাবু আশিক কুমার শাহ অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষনা করেন। এতে উপজেলার জোড়াদাহ বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী জমির উদ্দীনের সভাপতিত্বে, মোঃ হাবিবুর রহমানের সঞ্চালনায় ১৯৮০ সাল থেকে ২০২১ সালের এস এস সি ব্যাচের সকল ছাত্র ছাত্রীদের এক মিলন মেলার সেতুবন্ধ তৈরির জন্য, অনুষ্ঠান বাস্তবায়নের এক কার্যকরী কমিটি ঘোষনা করা হয়।

 

২০২২ সালের ১৯ ফ্রেব্রুয়ারী শনিবার স্কুল প্রাঙ্গণে পূনর্মিলনী অনুষ্ঠানের আয়োজক কমিটির সম্মতিক্রমে লোগো উন্মোচন সহ নানা দিক নিয়ে আলোচনা করা হয়। এ সময়ে প্রতিষ্ঠানটির প্রাক্তন ছাত্র অ-রাজনৈতিক কমিটির যুগ্ম আহব্বায়ক রবিউল ইসলাম,আয়ুব আলী, আলমগীর হোসেন, আবুল হাসান মাস্টার, হাসিবুল ইসলাম পাখি, সালাউদ্দীন স্বপন, আলমগীর সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর