নওগাঁয় প্রান্তিক কৃষকদের স্বেচ্ছাশ্রমে ধান কেটে দিচ্ছেন কৃষকলীগের নেতা-কর্মীরা।

সুবীর দাস, নওগাঁ প্রতিনিধি
  • আপডেট টাইম : শনিবার, ১ মে, ২০২১
  • ৫৬১ বার পঠিত

 

কেন্দ্রীয় কৃষকলীগের কর্মসূচি অংশ হিসাবে কৃষকলীগের নেতাকর্মীরা কৃষকদের পাশে দাঁড়ান।আজ শনিবার সকালে নওগাঁ চকপ্রাণ দীঘলিরবিলে কৃষক শাহীন সরদার এর জমির ধান কেটে দেওয়ার মধ্য দিয়ে জেলা কৃষকলীগের ধান কাটা কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এদিনে প্রায় এক একর জমির ধান কেটে ঘরে তুলে দেন বলে জানান নওগাঁ জেলা কৃষক লীগের আহবায়ক আব্দুল ওয়াহাব।

কৃষক শাহিন সরদার বলেন, দেশে করোনার সংক্রমণের মধ্যে দেশের শস্যভাণ্ডার খ্যাত নওগাঁ জেলা বিভিন্ন বিলে শুরু হয়েছে ধান কাটার মৌসুম। ফলে শ্রমিকের অভাবে ধান কাটা নিয়ে বিপাকে পড়েছেন দীঘলির বিলের কৃষকরা। শ্রমিক সংকটের পাশাপাশি কালবৈশাখী ঝড়ের শঙ্কায় ফসল তোলা নিয়ে দিশেহারা প্রান্তিক এই কৃষকের পাশে দাঁড়ানোয় কৃষকলীগের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।

নওগাঁ জেলা কৃষক লীগের আহবায়ক আব্দুল ওয়াহাব এর নেতৃত্বে এই ধান কাটা কর্মসূচিতে অংশ নেন জেলা কৃষকলীগের যুগ্ন আহবায়ক, খোরশেদ আলম, সদর উপজেলা সভাপতি আজাহার আলী, সাধারণ সম্পাদক কামরুজ্জামান, পৌর কৃষকলীগ সাধারন সম্পাদক আবু সাঈদ, সাবেক সহ সভাপতি কৃষকলীগ শেখ আব্দুর রহমান বুলা, কৃষি বিজ্ঞান বিভাগ আস্তান মোল্লা ডিগ্রী কলেজের শিক্ষক কৃষিবৃদ এনামুল হক, কৃষকলীগের সদস্য নাসিমা বেগম, মনোয়ারা বেগম, রফিকুল ইসলাম টিপু প্রমুখ। পর্যায়ক্রমে উপজেলার প্রতিটি ইউনিয়নে দরিদ্র কৃষকদের ধান কেটে ঘরে তুলে দেওয়া হবে বলে নেতারা জানান।

 

দয়া করে নিউজটি শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর