পীরগঞ্জে মাস্ক ব্যবহার না করায় ৫ জনকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : রবিবার, ৪ এপ্রিল, ২০২১
  • ৪৬২ বার পঠিত

পীরগঞ্জে মাস্ক ব্যবহার না করায় ৫ জনকে জরিমানা

মাহাবুব আলম ঠাকুরগাঁও প্রতিনিধি ।।

সারা দেশের ন্যায় করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের বিস্তার রোধে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায়
মাস্ক পরিধান ও সামাজিক দূরত্ব বজায় রাখতে ৪ এপ্রিল রবিবার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয় ।

এ নিয়ে এদিন সন্ধ্যায় উপজেলার পৌর শহরের পূর্ব চৌরাস্তায়, পশ্চিম চোরাস্তায়, মাস্ক ব্যবহার না করায় সংক্রামক রোগ প্রতিরোধ আইন ১৮৬০ এর ২৬৯ ধারায় ৫ জনকে দুই হাজার অর্থ জরিমানা করেন ।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারি কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট তরিকুল ইসলাম।
এ সময় অফিস সহকারি লিয়াকত আলী ও থানা পুলিশ উপস্থিত ছিলেন।
সহকারি কমিশনার (ভূমি) তরিকুল ইসলাম জানান, সারা বিশ্বে করোনা আবার ভয়াবহ রূপ ধারণ করেছে। এরই প্রেক্ষিতে তিনি সকলকে সামাজিক দূরত্ব বজায় রেখে চলাফেরা ও মাস্ক পরিধানের পরামর্শ দেন। এবং জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

দয়া করে নিউজটি শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর