ভূরুঙ্গামারীতে ইউপি নির্বাচনে বিজয়ী হলেন যারা

নয়ন দাস, কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ
  • আপডেট টাইম : শুক্রবার, ১২ নভেম্বর, ২০২১
  • ৪৪৪ বার পঠিত

 

দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনের কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর সাতটি ইউনিয়নে বৃহস্পতিবার উৎসবমুখর পরিবেশে সম্পূর্ণ সুষ্ঠুভাবে ভোটগ্রহণ সমপন্ন হয়েছে। উক্ত নির্বাচনে সাতটি ইউপিতে নৌকা ২টি, লাঙ্গল ৩টি, হাত পাখা ১টি ও স্বতন্ত্র প্রার্থী ১টিতে জয়লাভ করে।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, চর ভূরুঙ্গামারী ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে হাত পাখা প্রতীকে ২ হাজার ১৮৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন মানিক উদ্দিন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাহাঙ্গীর আলম লাঙ্গল প্রতীকে পেয়েছেন ২ হাজার ১২৭ ভোট।

তিলাই ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে নৌকা প্রতীকে ৫ হাজার ৩৬৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন কামরুজ্জামান। তার নিকটত প্রতিদ্বন্দ্বী ফরিদুল হক শাহিন শিকদার ঘোড়া প্রতীকে পেয়েছেন ৩ হাজার ১৫৪ ভোট।

বঙ্গসোনাহাট ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে নৌকা প্রতীকে ৬ হাজার ৬৭৪ বিজয়ী হয়েছেন মাইনুল ইসলাম লিটন। তার নিকটত প্রতিদ্বন্দ্বী শাহজাহান আলী মোল্লা লাঙ্গল প্রতীকে পেয়েছেন ৪ হাজার ২২৫ ভোট।

আন্ধারিঝাড় ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে লাঙ্গল প্রতীকে ৫ হাজার ৬৫৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন জাবেদ আলী মন্ডল। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ফজলুল হক নৌকা প্রতীকে পেয়েছেন ৩ হাজার ৭৬৭ ভোট।

জয়মনির হাট ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে মোটরসাইকেল প্রতীকে ২ হাজার ৮২৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন আব্দুল ওয়াদুদ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী গোলাম রব্বানী তালুকদার আনারস মার্কায় পেয়েছেন ২ হাজার ৫৭১ ভোট।

বলদিয়া ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে লাঙ্গল প্রতীকে ৬ হাজার ৪৩৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন মোজাম্মেল হক বেপারী। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোখলেছুর রহমান আনারস প্রতীকে পেয়েছেন ৫ হাজার ৭৩৫ ভোট।

পাইকের ছড়া ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে লাঙ্গল প্রতীকে ৬ হাজার ৭২২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন আব্দুর রাজ্জাক। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফারুক হোসেন নৌকা প্রতীকে পেয়েছেন ৬ হাজার ১৫২ ভোট।

দয়া করে নিউজটি শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর