মেহেরপুরে দুটি মডেল মসজিদের উদ্বোধন

গাংনী থেকে মনিরুল ইসলাম
  • আপডেট টাইম : সোমবার, ১৬ জানুয়ারী, ২০২৩
  • ১৯২ বার পঠিত

সারা দেশে ৫৬৪টি মডেল মসজিদের মধ্যে দ্বিতীয় দফায় ৫০টি মসজিদের উদ্বোধন করা হয়েছে। মেহেরপুরে দুটি মডেল মসজিদ ও ইসলামিকসাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন করা হলো।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সোমবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে এর উদ্বোধন করেন। মসজিদে যে সব সুবিধা থাকছে তা হলো- প্রথম তলায় গাড়ি পার্কি, মরদেহ ধোয়ার কক্ষ, লাইব্রেরী, সাব স্টেশন কক্ষ, প্রতিবন্ধিদের জন্য নামাজ ও ওযুর ব্যবস্থা।
এছাড়াও থাকছে ইমাম প্রশিক্ষন সেন্টার নারী পুরুষের আলাদা নামাজের স্থান। মেহেরপুর সদর উপজেলা মডেল মসজিদ প্রাঙ্গন ও গাংনী উপজেলা অডিটরিয়মে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করে স্থানীয় প্রশাসন।

 

অনুষ্ঠানে বিভিন্ন সরকারী বেসরকারী অফিসের কর্মকর্তা, রাজনৈতিক ও সামাজিক সংগঠন, ব্যবসায়ি এবং বিভিন্ন মসজিদের ইমামগণ উপস্থিত ছিলেন। প্রসঙ্গতঃ প্রতিটি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের চুক্তিমূল্য ছিল ১৩ কোটি ১৬ লাখ ৪৫ হাজার টাকা।

দয়া করে নিউজটি শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর