মেহেরপুরে ৯ ইউনিয়নে ভোট গ্রহণের সরঞ্জামাদি বিতরণ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : বুধবার, ১০ নভেম্বর, ২০২১
  • ৪৭৬ বার পঠিত

 

মেহেরপুরের দ্বিতীয় ধাপে ইউপি নির্বাচনে ভোট গ্রহণের সকল সরঞ্জামাদি বিতরণ করেছে মেহেরপুর জেলা নির্বাচন অফিস। আজ বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত এসব সরঞ্জামাদি বিতরণ করা হয়।

মেহেরপুর জেলা নির্বাচন অফিসার মুহাম্মদ আবু আনসার জানায়, মুজিবনগর উপজেলার ৪ টি ও গাংনী উপজেলায় ৫টি ইউনিয়নে ভোট গ্রহণ করা হবে ১১ নভেম্বর বৃহস্পতিবার। সে অনুযায়ি প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার এবং প্রয়োজনীয় সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য নিয়োগ করা হয়েছে।
মুজিবনগর উপজেলার মোট ৪০টি ভোট কেন্দ্রে বুথ হবে ২৪০ টি। চারটি ইউনিয়নে পুরুষ ৩৯ হাজার ৯১৩জন এবং মহিলা ভোটার রয়েছে ৪০ হাজার ৫৪২জন।
গাংনী উপজেলার ৫টি ইউনিয়নে কেন্দ্র হবে ৪৭টি। প্রতিটি কেন্দ্রে পুলিশ চারজন,আনসান ১৭জন এবং প্রতি ইউনিয়নে একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট থাকবেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর