রংপুরেে সিএনজি’র ধাক্কায় একজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২০
  • ৬০০ বার পঠিত

রংপুরের গঙ্গাচড়ায় সিএনজির ধাক্কায় বাবর আলী (৫৫) নামে একজন নিহত হয়েছেন।

মৃত ব্যক্তি ব্যাটারি চালিত অটোরিকশায় চড়ে রংপুরে যাচ্ছিলেন। পথিমধ্যে সিএনজির ধাক্কায় যাত্রীবাহী অটোরিকশা উল্টো গিয়ে তার মৃত্যু হয়।

নিহত বাবর আলী গজঘন্টার জয়দেব কৈপাড়া গ্রামের জহুর আলীর ছেলে। সে গজঘন্টা বাজারে ফলের ব্যবসা করতেন।

বৃহস্পতিবার (২৫ জুন) বিকেলে গঙ্গাচড়া উপজেলার গজঘন্টা ইউনিয়নের পেয়াদাপাড়া (কদমতলা) এলাকার রংপুর-মহিপুর সড়কে এই দুর্ঘটনাটি ঘটে। এতে গুরুত্বর আহত আরও দুইজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে রংপুর-মহিপুর সড়কে কালীগঞ্জ থেকে আসা একটি সিএনজি নিয়ন্ত্রণ হারিয়ে পিছন দিক থেকে যাত্রীভর্তি অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে সিএনজি ও অটোরিকশাটি ঘটনাস্থলে উল্টে যায়। এসময় অটোর যাত্রী বাবর আলী ও আজিজুলসহ অটো-চালক আফজাল গুরুত্বর আহত হন। এ অবস্থায় তাদেরকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক বাবর আলীকে মৃত ঘোষণা করে। বর্তমানে অন্য দুইজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে গজঘন্টা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আজিজুল ইসলাম জানান, সিএনজি চালক দুর্ঘটনার সময় দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। কিন্তু স্থানীয় এলাকাবাসী অটোরিকশা ও সিএনজি আটক করেছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর