হতদরিদ্র আদিবাসী সম্প্রদায়ের মাঝে শীতবস্ত্র বিতরণে মোহাম্মদ হোসেন

বিশেষ প্রতিনিধিঃ
  • আপডেট টাইম : রবিবার, ২৫ ডিসেম্বর, ২০২২
  • ১৮১ বার পঠিত

 

বান্দরবান জেলার আলীকদম উপজেলায় আবাসিক পাড়া গ্রামে সমাজ সেবক মোহাম্মদ হোসেন এর পক্ষ থেকে প্রত্যন্ত আদিবাসী নৃ-গোষ্টির ২৫ পরিবারের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়ছে।

এসময় শীতার্ত মানুষেরা সমাজ সেবক মোহাম্মদ হোসেনের পক্ষ থেকে দেয়া মানসম্মত কম্বল হাতে পেয়ে খুশিতে আত্মহারা। ভবিষ্যতেও সাধারণ মানুষের কল্যাণে এভাবেই এগিয়ে আসবে এমন প্রত্যাশা করেছেন স্থানীয়রা।

গত ২৪ ডিসেম্বর রোজ শনিবার সকালে বান্দরবান জেলার আলীকদম উপজেলার আবাসিক পাড়া গ্রামে এসকল শীতবস্ত্র বিতরণ করা হয়।
উক্ত কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,দৈনিক আজকের সমাচারের সম্পাদক ও জাতীয় সাংবাদিক সংস্থার সিনিয়র সহ-সভাপতিমোহাম্মদ হোসেন, দৈনিক আজকের সমাচার অনলাইনের প্রকাশক মোহাম্মদ ইয়াছিন আরাফাত, আলোর পথ সংগঠনের পরিচালক বশির আহমেদ রুবেল, মোহাম্মদ খায়রুল।
এসময় মোহাম্মদ হোসেন সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, শীতার্থরা আমাদেরই কারো না কারো আপনজন,তাই ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের উচিত শীতার্থদের পাশে দাঁড়ানো। অসহায় জনগোষ্ঠীর উন্নয়নে অনেক কাজ করে যাচ্ছি ভবিষ্যতেও জনকল্যাণে আমাদের এসব কার্যক্রম অব্যাহত থাকবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর