হরিণাকুণ্ডুতে বেগম রোকেয়া দিবস পালিত

হরিনাকুন্ডু (ঝিনাইদহ)থেকে মো রাব্বুল হুসাইন:-
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৯ ডিসেম্বর, ২০২১
  • ৪৪২ বার পঠিত

শেখ হাসিনার বারতা”নারী-পুরুষ সমতা”নারী নির্যাতন বন্ধ করি,কমলা রঙের বিশ্ব গড়ি”এই পতিপাদ্য সামনে নিয়ে হরিনাকুণ্ডু উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক আয়োজিত আন্তর্জাতিক নারী নির্যাতনপ্রতিরোধ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে মানববন্ধন র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে নির্বাহী কর্মকর্তা সৈয়দা নাফিস সুলতানা সভাপতিত্বে, মহিলা বিষয়ক কর্মকর্তা মুন্সী ফিরোজা সুলতানা পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো জাহাঙ্গীর হোসাইন, সংসদ সদস্যের প্রতিনিধি রওশন আলী, উপজেলা সহকারী কমিশনার(ভূমি)সেলিম আহমেদ,ইউপি চেয়ারম্যান ফজলুর রহমান,প্রেসক্লাব সভাপতি এম সাইফুজ্জামান তাজু,সাধারণ সম্পাদক এইচ মাহাবুব মিলুসহ সকল জয়িতার মায়েরা।

প্রধান বক্তা বলেন, নারী জাগরণে বেগম রোকেয়ার সাহসিকতা বন্ধ হয়েছিল যৌতুক, নারী নির্যাতন, বাল্যবিবাহ ও বহুবিবাহসহ নানা সামাজিক ব্যাধী। বর্তমান সরকার বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে নারীদের ক্ষমতায়ন বৃদ্ধিতে কাজ করে যাচ্ছে।নারী-পুরুষ সভায় মিলে দেশকে এগিয়ে নিয়ে যেতে পারে।

আলোচনা সভা শেষে সমাজে বিভিন্ন ভাবে অবদান রাখায় ৫ জন জয়িতাদের মাঝে সনদ ও সম্মাননা প্রদান করেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর