হরিণাকুণ্ডুতে মানবাধিকার দিবসে এনপিএস এর র‍্যালী ও আলোচনা

হরিনাকুন্ড (ঝিনাইদহ) থেকে বাচ্চু মিয়া
  • আপডেট টাইম : শনিবার, ১০ ডিসেম্বর, ২০২২
  • ১৪৭ বার পঠিত

 

ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে মানবাধিকার দিবস পালনে উপজেলা ন্যাশনাল প্রেস সোসাইটির আয়োজনে র‍্যালী শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে এক বর্ণাঢ্য র‍্যালী শেষে উপজেলা পরিষদ সন্মেলন কক্ষে উপজেলা এনপিএস এর সভাপতি ডাঃ শাহাজান আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান আক্তারের সঞ্চালনায়
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সুস্মিতা সাহা।
এসময় স্বাগত বক্তব্য রাখেন জেলা এনপিএস এর সাধারণ সম্পাদক মহিউদ্দীন খান।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ রবিউল ইসলাম, জেলা এনপিএস এর সভাপতি প্রভাষক মোঃ নজরুল ইসলাম, প্রেসক্লাব হরিণাকুণ্ডু,র সভাপতি এইচ মাহবুব মিলু, থানা অফিসার ইনচার্জ এর প্রতিনিধি এসআই দীপঙ্কর।
এসময় আরও বক্তব্য রাখেন পোরসভার ৭নং ওয়ার্ড কাউন্সিলর আবু আসাদ রুনু, বড় বাজার কমিটির সাধারণ সম্পাদক আবু সাইদ, ২নং ওয়ার্ডের কাউন্সিলর নাসির উদ্দীন,জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের আহবায়ক ফিরোজ আলী বিস্বাস,এনপিএস এর উপজেলা শাখার সহ-সভাপতি মশিউর রহমান,মহিলা নেত্রী স্বপ্না খাতুন।
সভায় উপস্থিত ছিলেন প্রেসক্লাব হরিণাকুণ্ডু,র দপ্তর সম্পাদক শামসুল আলম লিপু, রিপন আলী,সম্রাট হোসেন, আতিয়ার রহমান, সোহাগ রহমান সহ সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সভায় প্রধান অতিথি, বিশেষ অতিথি সহ বক্তারা মানুষের অধিকার নিশ্চিতে সকল শ্রেণী পেশার মানুষের পাশে থেকে কাজ করার আহব্বান জানান।

দয়া করে নিউজটি শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর