হরিণাকুন্ডুতে মটরসাইকেল চুরির অপবাদ দিয়ে যুবককে পুলিশে সোপর্দ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২১
  • ৪৮৫ বার পঠিত

হরিণাকুন্ডুতে মটরসাইকেল চুরির অপবাদ
দিয়ে যুবককে পুলিশে সোপর্দ

হরিনাকু্ন্ডু প্রতিনিধিঃ
ঝিনাইদহের হরিণাকুন্ডুতে কথিত মটরসাইকেল চুরির অপবাদ দিয়ে আবু সাঈদ নামে এক ব্যক্তিকে পুলিশের হাতে সোপর্দ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে হরিণাকুন্ডু উপজেলা স্বাস্থ্যকেন্দ্র থেকে নবনির্বাচিত পৌর কাউন্সিলর হাসেম আলীর মটরসাইকেল চুরির সময় তাকে জনতা আটক করে পুলিশে সোপার্দ করে। সাবেক চরমপন্থি নেতা আবু সাঈদ উপজেলার পারদখলপুর গ্রামের ছানুয়ারের ছেলে। পৌর কাউন্সিলর হাসেম আলীর ভাষ্যমতে সাইদ দির্ঘদিন ধরে সন্ত্রাসী কর্মকান্ডের সাথে জড়িত। এ ব্যাপারে হরিণাকুন্ডু থানার ওসি আব্দুর রহিম মোল্লা জানান, বৃহস্পতিবার হাসপাতাল থেকে মটরসাইকেল চুরির সময় জনতা আটক করে পুলিশকে খবর দেয়। তার নামে গ্রেফতারি পরোয়ানা ছিল। পুলিশ জানায়, ২০১৯ সালের ৮ জুন একটি ওয়ান সুটারগান এক রাউন্ড গুলিসহ ডিবি পুলিশের হাতে গ্রেফতার হয় আবু সাইদ। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রয়েছে। এদিকে আটকের পর থানা হাজতে সাঈদ বলেন, পারিবারিক (নারী ঘটিত) বিরোধ ও ব্যক্তিগন আক্রোশের কারণে চুরির অপবাদ দিয়ে তাকে হয়রানী করা হচ্ছে। প্রকৃতপক্ষে তিনি চুরি করতে আসেন নি।

দয়া করে নিউজটি শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর