হরিণাকুন্ডু ক্যানালে কারেন্ট জাল পেতে মাছ ধরায় ভ্রাম্যমান আদালতে জরিমানা

হরিনাকুন্ড (ঝিনাইদহ) থেকে বাচ্চু মিয়া
  • আপডেট টাইম : শুক্রবার, ৩০ সেপ্টেম্বর, ২০২২
  • ১২০ বার পঠিত

 

, হরিণাকুণ্ডু পৌরসভার বৈঠাপাড়া গ্রামে বড় ক্যানালে বাধ আকারে অবৈধ কারেন্ট জাল পেতে অপরিপক্ক ছোট ও ডিম ওয়ালা মাছ ধরার অপরাধে ভ্রাম্যমান আদালতে দুই জনকে জরিমানা করলেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুষ্মীতা সাহা।
সোমবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে তিনি বৈঠাপাড়া গ্রামের ক্যানালে অভিজান পরিচালনা করে ঐ গ্রামের আমাত আলী মন্ডলকে পাঁচ হাজার(৫০০০/-) ও পারভীনা খাতুনকে পাঁচ হাজার(৫০০০/-) টাকা সর্বমোট দশ হাজার টাকা জরিমানা করেন। ১৯৫০ সালের( ৫) এর(১)ধারায় উভয়কে এই জরিমানা করেন তিনি।
এ সময় উপজেলা মৎস্য অফিসার মোঃ নান্নু রেজা,ক্ষেত্র সহকারী মামুনুর রশিদ, নির্বাহী অফিসারের অফিস সহকারী আসাদুর রহমান ও প্রোসেস সার্ভার মঞ্জু মিয়া উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমান আদালত পরিচালোনা কাজে হরিণাকুন্ডু থানার এসআই শরিফুল ইসলাম সহ পুলিশ সদস্যরা সহযোগিতা করেন।
একই সময়ে উদ্ধার ও জব্দকৃত অবৈধ কারেন্ট জাল ঘটনাস্থলেই ধ্বংস করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সুষ্মিতা সাহা।

দয়া করে নিউজটি শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর