হরিনাকুন্ডুতে আগুনে পুড়ে গেছে ৩ টি ঘর

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : বুধবার, ১৮ নভেম্বর, ২০২০
  • ৫৯৪ বার পঠিত

হরিনাকুন্ডুতে আগুনে পুড়ে গেছে ৩ টি ঘর

হরিনাকুন্ডু থেকে মোঃ রাব্বুল ইসলাম
ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে আগুনে পুড়ে গেছে বসতঘর। গত মঙ্গলবার রাতে উপজেলার ভায়না গ্রামের পল্লী চিকিৎসক আইয়ুব আলীর বসতবাড়িতে এ ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের নুর বকসের ছেলে। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় ওই পল্লী চিকিৎসকের প্রায় তিন লাখ টাকার ক্ষতিসাধন হয়েছে ।
পল্লী চিকিৎসক আইয়ুব আলী জানান, রাত ৮ টার দিকে হঠাৎ ঘরের বৈদ্যুতিক লাইন বিকট শব্দে বিস্ফোরিত হয়ে বসতঘরে আগুন লাগে। পরে আগুন পুরো বসতঘর, গোয়ালঘর ও রান্নাঘরে ছড়িয়ে পড়ে। এতে তার বসতঘর, গোয়ালঘর ও রান্নাঘর সম্পূর্ন পুড়ে যায়।
হরিণাকুণ্ডু ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের ইনচার্জ বিপুল হোসেন জানান, বৈদ্যুতিক শট সার্কিটের কারনে এ আগুনের সুত্রপাত। খবর পেয়ে ফায়ার সার্ভিসের অগ্নিণির্বাপক দল দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে ওই ব্যক্তির প্রায় ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে

দয়া করে নিউজটি শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর