গাঁজাসেবনের দায়ে রাকিবুল ইসলাম (২০) নামের এক ব্যক্তিকে তিন মাসের কারাদণ্ড দেয়া হয়েছে। বুধবার মুজিবনগর কমপ্লেক্সে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা কিরে এ দণ্ডাদেশ দেন মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহ ম্যাজিস্ট্রেট উসমান গনি।

দণ্ডিত গাঁজাসেবী রাকিবুল ইসলাম ভবরপাড়া গ্রামের মন্টু মিয়ার ছেলে।

জানা গেছে, মুজিববনগর কমপ্লেক্সের হেলিপ্যাড এলাকায় গাঁজা সেবনের খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার উসমান গনি। অভিযানে এসআই মুস্তাফিজুর রহমান ২০ গ্রাম গাঁজাসহ রাকিবুল ইসলামকে আটক করেন। ভ্রাম্যমাণ আদালতে অপরাধ স্বীকার করে রাকিবুল। মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাকে দোষী সাব্যস্ত করে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫শ’ টাকা জরিমানা এবং অনাদায়ে আরো তিন দিনের কারাদণ্ডাদেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট উসমান গনি। ভ্রাম্যমাণ আদালতের নির্দেশে দণ্ডিত রাকিবুলকে মেহেরপুর জেলা কারাগারে পাঠিয়েছে পুলিশ।

গাঁজাসেবনকারীর তিন মাসের কারাদণ্ড

 

 

মেহেরপুরের গাংনী উপজেলার চোখতোলা এলাকা থেকে ৫শ’ ৩০ বোতল ফেন্সিডিল সহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে গাংনী থানা পুলিশ।

গ্রেফতার মাদক ব্যবসায়ী হলো বরগুনার আমতলি উপজেলার পশ্চিম শারিখ খালি গ্রামের আঃ রহিমের ছেলে ইমরান হোসেন (২৪)।

গোপন সংবাদের ভিত্তিতে।মেহেরপুর কুষ্টিয়া সড়কের চোখতলা নামক স্থানে একজন মাদক পাচার করার উদ্দেশ্যে অপেক্ষা করছে এমন সংবাদের ভিত্তিতে এস আই হাবিব, এ এস আই রফিকুল ইসলাম ও এ এস আই আহসান হাবিব সঙ্গীয় ফোর্স নিয়ে তাকে গ্রেফতার করে।
গাংনী থানার ওসি ওবাইদুর রহমান জানান, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীকে মাদক মামলায় মেহেরপুর কোর্ট হাজতে প্রেরণ করা হবে৷

৫শ’৩০ বোতল ফেন্সিডিল সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রেস বিজ্ঞপ্তি,
সংশোধনী
জাতীয় পার্টির সম্মেলন প্রস্তুতি কমিটি ঘোষণা

ঢাকা ৪ ডিসেম্বর ২০১৯ ঃ জাতীয় পার্টির নবম জাতীয় সম্মেলন উপলক্ষ্যে ১০১ সদস্য বিশিষ্ট সম্মেলন প্রস্তুতি কমিটি ঘোষণা করা হয়েছে। পার্টি চেয়ারম্যান জনাব গোলাম মোহাম্মদ কাদের এই কমিটির আহবায়ক এবং মহাসচিব মসিউর রহমান রাঙ্গা সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন। পার্টি চেয়ারম্যান সম্মেলন বাস্তবায়নের জন্য ৯টি উপ-কমিটি এবং নির্বাচন কমিশনের নাম ঘোষণা করেছেন।
সম্মেলন প্রস্তুতির আহবায়ক কমিটির অন্যান্য সদস্যরা হলেন- যুগ্ম আহবায়ক – প্রেসিডিয়াম সদস্য এ্যাড. কাজী ফিরোজ রশীদ এমপি, জিয়া উদ্দিন আহমেদ বাবলু, সৈয়দ আবু হোসেন বাবলা এমপি।
সদস্যবৃন্দ বেগম রওশন এরশাদ এমপি, সিনিয়র কো-চেয়ারম্যান, জাতীয় পার্টি , প্রেসিডিয়াম সদস্য- ব্যারিষ্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি, জনাব এম.এ. সাত্তার, এবিএম রুহুল আমিন হাওলাদার, জনাব আবুল কাশেম, অধ্যাপক দেলোয়ার হোসেন খান, মোঃ হাফিজ উদ্দিন, গোলাম কিবরিয়া টিপু এমপি, আলহাজ¦ সাহিদুর রহমান টেপা, এ্যাডভোকেট শেখ মুহাম্মদ সিরাজুল ইসলাম, অধ্যাপিকা মাসুদা এম রশীদ চৌধুরী এমপি, ফকরুল ইমাম এম.পি, মুজিবুল হক চুন্নু এম.পি, নুর-ই-হাসনা লিলি চৌধুরী, অ্যাডভোকেট সালমা ইসলাম এম.পি, সৈয়দ মোহাম্মদ আব্দুল মান্নান, মাসুদ পারভেজ (সোহেল রানা), মোঃ হাবিবুর রহমান, সুনীল শুভরায়, এস.এম. ফয়সল চিশতী, মীর আবদুস সবুর আসুদ, মাহমুদুল ইসলাম চৌধুরী, হাজী সাইফুদ্দিন আহমেদ মিলন, মোঃ আজম খান, এ.টি.ইউ. তাজ রহমান, সোলায়মান আলম শেঠ, আতিকুর রহমান আতিক, নাসরিন জাহান রতনা এমপি, আব্দুর রশীদ সরকার, মেজর খালেদ আখতার (অব.), মজিবুর রহমান সেন্টু,ব্যারিস্টার দিলারা খন্দকার, মোঃ শফিকুল ইসলাম সেন্টু, ব্যারিষ্টার শামীম হায়দার পাটোয়ারী এমপি, পীরজাদা শফিউল্লাহ আল মনির, লেঃ জেঃ (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী এমপি, মোস্তাফিজার রহমান মোস্তফা, এ্যাড. রেজাউল ইসলাম ভূঁইয়া, এস.এম. ফখর-উজ-জামান জাহাঙ্গীর, আলহাজ¦ মিজানুর রহমান, সৈয়দ দিদার বখত, কাজী মামুনুর রশীদ, জাফর ইকবাল সিদ্দিকী , নাজমা আক্তার এমপি, আলহাজ্ব আব্দুস সাত্তার মিয়া, আলমগীর সিকদার লোটন, মোঃ এমরান হোসেন মিয়া, মেজর (অব.) রানা মোঃ সোহেল এমপি ।
সংসদ সদস্যবৃন্দ রওশনআরা মান্নান, শফিকুল ইসলাম জিন্নাহ, ডা: রুস্তম আলী ফরাজী, আহসান আদেলুর রহমান, লিয়াকত হোসেন খোকা, নুরুল ইসলাম তালুকদার, পীর ফজলুর রহমান মেজবাহ, একে.এম. সেলিম ওসমান, পনির উদ্দিন আহমেদ, রাহগির আল মাহি সাদ (এরশাদ)।
জাতীয় পার্টির উপদেষ্টাবৃন্দ- মোস্তফা জামাল বেবী, ক্বারী মোঃ হাবিবুল্লাহ বেলালী, মেরিনা রহমান, একেএম মোস্তাফিজুর রহমান, সেলিম উদ্দিন, এ্যাড. মোহাম্মদ হাসান সিরাজ সুজা, মোহাম্মদ নোমান, সোমনাথ দে, এম.এম. নিয়াজ উদ্দিন, এম.এ. কুদ্দুস খুন, ড. মোহাম্মদ নুরুল আজহার শামীম, মাহামুদুর রহমান মাহমুদ, এ্যাড. জিয়াউল হক মৃধা, লুৎফুর রহমান।
জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যানবৃন্দ মোর্শেদ মুরাদ ইব্রাহিম, নাসির মাহমুদ, এম.এ. তালহা, মেহজাবিন মোর্শেদ, মিসেস শরিফা কাদের, সালাউদ্দিন আহমেদ, এ্যাড. শামসুল আলম মাস্টার, হাজী আবু বক্কর, অধ্যাপক ইকবাল হোসেন রাজু, জহিরুল ইসলাম জহির, মোঃ আরিফুর রহমান খান, দেওয়ান আলী, বাহাউদ্দিন আহমেদ বাবুল, নুরুল ইসলাম নুরু, আমানত হোসেন আমানত, সরদার শাহজাহান, মেহেরুন্নেসা খান হেনা, শাফিন আহমেদ, নিগার সুলতানা রানী, মোস্তাকুর রহমান মোস্তাক,শফিকুল ইসলাম শফিক, জহিরুল আলম রুবেল, মোস্তফা আল মাহমুদ।

জাতীয় পার্টির যুগ্ম মহাসচিববৃন্দ গোলাম মোহাম্মদ রাজু, শেখ আলমগীর হোসেন, আশরাফ সিদ্দিকী, নুরুল ইসলাম ওমর, ইয়াহ ইয়া চৌধুরী, মোঃ নোমান মিয়া, হাসিবুল ইসলাম জয়, এস.এম. ইয়াসির, শফিউল্লাহ শফি, মোঃ মনিরুল ইসলাম মিলন, সুলতান আহমেদ সেলিম, আমির উদ্দিন আহমেদ ডালু, এ্যাড. শাহিদা রহমান রিংকু।

উপ কমিটিতে আছেন-
শৃঙ্খলা উপ-কমিটি আহবায়ক- সৈয়দ আবু হোসেন বাবলা এমপি, যুগ্ম আহবায়ক-অধ্যাপক ইকবাল হোসেন রাজু, গোলাম মোহাম্মদ রাজু, সদস্য সচিব-আলমগীর সিকদার লোটন।

অভ্যর্থনা উপ-কমিটি আহবায়ক- এস.এম. ফয়সল চিশতী, যুগ্ম আহবাযক – মোঃ আরিফুর রহমান খান, লিয়াকত হোসেন খোকা এমপি, সদস্য সচিব জহিরুল আলম রুবেল।

প্রচার উপ-কমিটি আহবায়ক- সাইফুদ্দিন আহমেদ মিলন, যুগ্ম আহবায়ক মোস্তফা আল মাহমুদ, নুরুল ইসলাম ওমর, সদস্য সচিব মনিরুল ইসলাম মিলন, সদস্য- সুলতান আহমেদ সেলিম, বীর মুক্তিযোদ্ধা মোঃ ইসহাক ভূঁইয়া, খোরশেদ আলম খুশু, সৈয়দ মোহাম্মদ ইফতেখার আহসান হাসান, এনাম জয়নাল আবেদিন, শাহাদৎ কবির চৌধুরী, মোঃ শামছুল হুদা মিয়া, মোতাহার হোসেন চৌধুরী রাশেদ, জি.এম. বাবু মন্ডল, মাসুদুর রহমান মাসুম, জহিরুল ইসলাম মিন্টু, আবুল কালাম মজুমদার, জাহাঙ্গীর আলম, এস.এম. সুবহান, সমরেশ মন্ডল মানিক, জিয়াউর রহমান বিপুল, মোঃ সাইফুল ইসলাম, আতাউর রহমান লদন, মঞ্জুরুল ইসলাম মঞ্জু, নবিউল্লাহ আসিফ।

দফতর উপ-কমিটি আহবায়ক -এ্যড.রেজাউল ইসলাম ভূঁইয়া, সদস্য সচিব সুলতান মাহমুদ, সদস্য এম.এ. রাজ্জাক খান, আনিস উর রহমান খোকন, মাহাবুবুর রহমান খশরু।

আন্তর্জাতিক উপ-কমিটি আহবায়ক হাবিবুর রহমান, যুগ্ম আহবায়ক মাহমুদুর রহমান মাহমুদ, সদস্য সচিব মেজর (অব.) আশরাফ উদ দৌলা।

অর্থ উপ-কমিটি আহবায়ক এ্যাড. সালমা ইসলাম এমপি, যুগ্ম আহবায়ক মুজিবুল হক চুন্নু এমপি, সদস্য সচিব এটিইউ তাজ রহমান।

সাংস্কৃতিক উপ-কমিটি আহবায়ক মাসুদ পারভেজ (সোহেল রানা), যুগ্ম আহবায়ক শাফিন আহমেদ, সদস্য সচিব মোঃ নাজমুল খান।

আপ্যায়ন উপ-কমিটি আহবায়ক সাহিদুর রহমান টেপা, সদস্য সচিব জহিরুল ইসলাম জহির।

মঞ্চ উপ-কমিটি আহবায়ক মীর আব্দুস সবুর আসুদ, যুগ্ম আহবায়ক মোস্তাকুর রহমান মোস্তাক, সদস্য সচিব- হাসিবুল ইসলাম জয়।

উক্ত উপ-কমিটিসমূহ প্রয়োজনীয় সংখ্যক সদস্য অন্তর্ভূক্ত করা হবে।
নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করবেন প্রধান নির্বাচন কমিশনার এ্যাডভোকেট শেখ মুহাম্মদ সিরাজুল ইসলাম, সদস্য- সুনীল শুভ রায় ও এ্যাড. রেজাউল ইসলাম ভূঁইয়া।

বার্তা প্রেরক,
মিঠু বিশ্বাস
ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক জাতীয় সাইবার পার্টি ও জাতীয় সাইবার পার্টি বরিশাল বিভাগীয় সহকারী সমন্বয়কারী।
০১৭৬৮৯০৮১৯১

জাতীয় পার্টির সম্মেলন প্রস্তুতি কমিটি ঘোষণা

 

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপি নুরুল হক নুরের ফোনালাপ ফাঁস হওয়ার পর তাকে বহিষ্কারের জন্য ঢাবি উপাচার্যের প্রতি আহ্বান জানিয়েছেন সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষক ও মুক্তিযুদ্ধ মঞ্চের উপদেষ্টা অধ্যাপক জামাল আহমেদ।

মঙ্গলবার রাতে ফেসবুক লাইভে তিনি এই আহ্বান জানান।

আগামীকাল ডাকসু অফিসের সামনে মানববন্ধন ও নূরের কুশপুতুল দাহ করা হবে বলে ফেসবুক লাইভে জানিয়েছেন।

অধ্যাপক জামাল আহমেদ বলেন, মিস্টার নুর ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সাথে প্রতারণা করেছেন। তাকে প্রতিরোধ করা হবে। তাকে গ্রেফতার করা না হলে সারাদেশের সকল বিশ্ববিদ্যালয় এবং শিক্ষা প্রতিষ্ঠানে আন্দোলন চালানো হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) নুরুল হক নুরকে জনৈক এক প্রকল্প কর্মকর্তার কাছে তদবির করতে শোনা গেছে। এছাড়া প্রবাসে এক বাংলাদেশির কাছে টাকা লেনদেনের বিষয়ে কথা বলতে শোনা গেছে।

এ বিষয়ে নুর একটি ফেসবুক লাইভে জানিয়েছেন তার ফোনালাপকে আংশিকভাবে প্রচার করা হয়েছে যা সাংবাদিকতার নীতিম বিরোধী।

একটি টেলিভিশন চ্যানেলে প্রচারিত সংবাদে বলা হয়, ডাকসু ভিপি নুরুল হক নুরের একটি অডিও ক্লিপ ফাঁস হয়েছে। সেখানে নুরুকে জনৈক এক প্রকল্প কর্মকর্তার কাছে তদবির করতে শোনা গেছে। এছাড়া প্রবাসে এক বাংলাদেশির সঙ্গে টেলিফোনে টাকা লেনদেনের বিষয়ে কথা বলতে শোনা গেছে।

এখানে ডাকসু ভিপি তার আত্মীয়র একটি প্রকল্প নিয়ে এক প্রকল্প কর্মকর্তার সাথে কথা বলতে শোনা যায়। একই অডিওতে একজন প্রবাসী বাংলাদেশির কাছ থেকে টাকা চাওয়ার কথা শোনা গেছে।

ফোনালাপ নিয়ে প্রচারিত সংবাদে নুরের অডিও ক্লিপটি যে তার, সেটা তিনি স্বীকার করেছেন। ফাঁস হওয়া অডিও ক্লিপ প্রসঙ্গে নুর বলেন, ‘আমার একটি ফোনালাপ ইলেকট্রনিক মিডিয়ায় বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে। আমার পুরোপুরি কথা না শুনিয়ে কিছু অংশ কেটে প্রচার করেছে, যা সাংবাদিকদের নৈতিকতার সাথে যায় না। আমি এর বিরুদ্ধে একটি প্রতিবাদলিপি ও উকিল নোটিশ পাঠাব।’

অডিওতে আরও বলতে শোনা গেছে, ওই প্রকল্প কর্মকর্তা ভিপি নুরকে ইমেইল অ্যাড্রেসসহ ব্যাংকের একাউন্ট নম্বর পাঠাতে বলেছেন।

ডাকসু ভিপিকে বহিষ্কারের আহ্বান ঢাবি অধ্যাপকের

 

সাতক্ষীরার কালিঞ্জে দ্বিতীয় স্ত্রী মারুফা বেগম (৩৫) কে শ্বাসরোধ করে হত্যার পর টয়লেটের সেপটিক ট্যাংকে লুকিয়ে রেখেছিলেন স্বামী শহীদুল ইসলাম। বিষয়টি ধামা চাপা দেওয়ার জন্য থানায় স্ত্রী নিখোঁজ হয়েছে মর্মে জিডিও করেছিলেন তিনি। এরপর দিব্বি ঘুরছিলেন ফুরফুরে মেজাজে। কিন্তু তার আর শেষ রক্ষা হলো না।


বুধবার দুপুরে সেপটিক ট্যাংক থেকে বিকট দুর্গন্ধ বের হতে থাকলে এলাকাবাসীর সন্দেহ হয়। এরপর বিষয়টি আচ করতে পেরে তারা শহীদুল ইসলামকে আটক করে পুলিশে খবর দেন। পরে পুলিশ এসে শহীদুল ইসলামকে জিজ্ঞাসাবাদ করলে সে তার স্ত্রীকে হত্যা করে মরদেহ লুকিয়ে রাখার বিষয়টি অকপটে স্বীকার করে। তার দেওয়া বর্ণনা অনুযায়ী সেপটিক ট্যাংক থেকে উদ্ধার করা হয় মারুফা বেগমের মরদেহ।
কালিগঞ্জ উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের সোনাতলা গ্রামে এঘটনা এটি। আটক শহিদুল ইসলাম ওই গ্রামের মৃত লালচাঁন কারিকরের ছেলে।
পুলিশের তাৎক্ষণিক জিজ্ঞাসাবাদে শহীদুল ইসলাম জানায়, গত ১৭ নভেম্বর শ^াস রোধ করে মারুফাকে হত্যা করে সে। এরপর পুকুরের মধ্যদিয়ে মরদেহ টেনে নিয়ে গিয়ে টয়লেটের সেপটিক ট্যাংকে লুকিয়ে রেখেছিল। আর সে নিখোঁজ হয়েছে মর্মে জিডিও করেছিল গত ১৯ নভেম্বর।
কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হুসেন বিষয়টি নিশ্চিত করে জানান, শহীদুল ইসলাম নিজের স্ত্রীকে হত্যার বিষয়টি স্বীকার করেছে। তাকে আটকও করা হয়েছে। তিনি আরো জানান, নিহতের লাশ উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

সাতক্ষীরায় স্ত্রীকে হত্যা করে সেপটিক ট্যাংকে লাশ লুকিয়ে জিডি ! স্বামী আটক

মানব জাতির আদি পুরুষ হযরত আদম (আ.) থেকে শুরু করে সর্বশেষ নবী হযরত মুহম্মদ (সা.) পর্যন্ত বিভিন্ন নবী রাসূলগণ কোথায় জন্মগ্রহণ করেছেন মুসলমান হিসেবে এই তথ্য আমাদের প্রত্যেকের জেনে রাখা দরকার।পাঠকদের জন্য নিচে বেশ কয়েকজন নবীদের জন্মস্থান

উল্লেখ করা হলো-

১. আদম (আ.)- শ্রীলংকা।
২. নূহ (আ.)- জর্ডান।
৩. শোয়াইব (আ.)- সিরিয়া।
৪. সালেহ (আ.)- লেবানন।
৫. ঈব্রাহীম (আ.)- ইরাক।
৬. ইসমাঈল (আ.)- সৌদি আরব।
৭. ইয়াকুব (আ.)- ফিলিস্তিন।
৮. ইয়াহ ইয়া (আ.)- ফিলিস্তিন।
৯. জাকারিয়া (আ.)- ফিলিস্তিন।
১০. ইসহাক (আ.)- ফিলিস্তিন।
১১. ইউসুফ (আ.)- ফিলিস্তিন।
১২. লুত (আ.)- জর্ডান+ইরাক।
১৩. আইয়ুব (আ.)- জর্ডান।
১৪. হুদ (আ.)- ইয়েমেন।
১৫. মুহাম্মদ (সা.)- সৌদি আরব।

কোন নবীর জন্মস্থান কোথায় জেনে নিন

বাংলাদেশে অনুপ্রবেশকারী বিএসএফ সদস্য। [ফাইল ছবি]

 

পদ্মা নদী দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করে ভারতীয় জেলেদের ছাড়িয়ে নিতে এসে বিজিবি’র গুলিতে নিহত হয়েছিলেন এক ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের এক জওয়ান। এ ঘটনায় দুই দেশের বৈঠকের পর অভিযুক্ত বিজিবি সদস্যকে কোর্ট মার্শালের মুখোমুখি হতে হচ্ছে বলে বিএসএফ ডিআইজি এস এস গুলেরিয়ার বরাতে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিন।

প্রতিবেদনে আরো জানানো হয়, এ ঘটনার পর বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি‘র ডিআইজি ও সেক্টরের বিজিবি কর্মকর্তাকেও সরিয়ে দিয়েছে বাংলাদেশ সরকার। এছাড়া প্রকৃত বিষয় অনুসন্ধানে অভ্যন্তরীণ তদন্ত চালাচ্ছে বিএসএফও।

গতকাল ১ ডিসেম্বর, রবিবার ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কলকাতার দক্ষিণেশ্বরে পালিত হয় বিএসএফের প্রতিষ্ঠা বার্ষিকী। সেখানে প্রশ্নের উত্তরে বিএসএফের ডিআইজি এস এস গুলেরিয়া এসব তথ্য জানান।

গুলেরিয়া বলেন, ‘গত অক্টোবর মাসে বিএসএফের উপর বাংলাদেশের বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)—র এক হাবিলদারের গুলি চালানোর ঘটনাটি একটি ব্যতিক্রম বলা চলে। কারণ, ভারতের সঙ্গে বাংলাদেশের এখন খুবই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। এই ক্ষেত্রে হয়তো ভুল বোঝাবুঝি হয়েছিল।’

তিনি বলেন, ‘কিন্তু এই ধরনের ঘটনা যদি আবার ঘটে, তাহলে কিন্তু বিএসএফের রণনীতিও তৈরি রয়েছে। কারণ বিএসএফও কারো চেয়ে কম নয়।’

আগামী কিছুদিনের মধ্যেই দুই দেশের সীমান্তরক্ষীবাহিনীর ডিজি বৈঠকে বসছেন উল্লেখ করে তিনি বলেন, ‘বিএসএফ ও বিজিবির ডিজিদের বৈঠকে এই গুলি চালানোর প্রসঙ্গটি উঠে আসবে।’

গত অক্টোবরে মুর্শিদাবাদের কয়েক জেলেকে বাংলাদেশের জলসীমায় ঢুকে মাছ ধরতে দেখে তাদের আটক করে বিজিবি। এক জেলেকে আটকে রেখে বাকিদের ছেড়ে দেয় বিজিবি। এ বিষয়ে দুই দেশের মধ্যে পতাকা বৈঠকের আয়োজন করা হয়।

ছেড়ে দেয়া জেলেরা গিয়ে বিএসএফ সদস্যদের বিষয়টি জানালে বিএসএফ সদস্যরা ঘটনাস্থলেই এসেই গালাগালি শুরু করে। বিজিবি এর প্রতিবাদ করলে তারা গুলি ছোড়ে। তখন বিজিবির পক্ষ থেকেও গুলি ছোড়া হয়। একপর্যায়ে বিএসএফ সদস্যরা পিছু হটে।

এসময় গুলিতে নিহত হন বিজয় ভান সিং (৫০) নামের বিএসএফ ডিআইবি। আহত হন এক জন। এ ঘটনার পর দু’দেশের মধ্যে উত্তেজনা তৈরি হয়।

এরপর দু’দেশের সীমান্তরক্ষী বাহিনীর কর্তাদের মধ্যে ২২ অক্টোবর প্রথম বৈঠক ও ২৯ অক্টোবর দ্বিতীয় দফায় বৈঠক অনুষ্ঠিত হয়।

 

কোর্ট মার্শাল হচ্ছে বিএসএফকে গুলি করা সেই বিজিবি সদস্যের!

 

জাতীয় পার্টির আগামী সম্মেলনে বর্তমান কমিটিই কার্যকর থাকবে বলে জানিয়েছেন পার্টির চেয়ারম্যান জিএম কাদের। সকালে রাজধানীর বনানী জাতীয় পার্টি কার্যালয়ে প্রেসিডিয়াম সদস্যদের আলোচনা সভায় তিনি এ কথা বলেন ।

এ সময় জিএম কাদের বলেন, ২৮ ডিসেম্বর জাতীয় পার্টির সম্মেলনের সম্ভব্য দিন ধার্য করা হয়েছে। দলকে সুসংগঠিত করতে হলে দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার বিকল্প নেই। জনগণ চায় জাতীয় পার্টি রাজনীতিতে বিকল্প শক্তি হিসেবে গড়ে উঠুক। দলে নান শ্রেণীর মানুষ যোগদানের জন্য উঠে পড়ে লেগেছে বলেও মন্তব্য করেন জিএম কাদের।

জাতীয় পার্টির আগামী সম্মেলনে বর্তমান কমিটিই কার্যকর থাকবে : জিএম কাদের

দুর্নীতি দমন কমিশন (দুদক) ১১৮ কোটি টাকা আত্মসাতের দায়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুই সাবেক কর্মকর্তাকে মঙ্গলবার রাজধানীর সেগুনবাগিচা থেকে গ্রেপ্তার করেছে। দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য এ তথ্য জানিয়েছেন।

 

তারা হলেন- বিমানের সাবেক মহাব্যবস্থাপক (কার্গো) মোহাম্মদ আলী আহসান ও কার্গো শাখার সাবেক ব্যবস্থাপক (রপ্তানি) ইফতেখার হোসেন চৌধুরী।

অর্থ আত্মসাতের এ ঘটনায় দুদকের উপপরিচালক নাসির উদ্দিন বিমানের বর্তমান ও সাবেক ১৬ কর্মকর্তার বিরুদ্ধে মামলা করার কয়েক ঘণ্টার মধ্যে ওই দুজনকে গ্রেপ্তার করা হয়।

মামলার বিবরণ অনুযায়ী, অভিযুক্তরা বিমানের কার্গো শাখায় দায়িত্ব পালনকালে পারস্পরিক যোগসাজশে ক্ষমতার অপব্যবহার করে সরকারের ১১৮ কোটি ৪ লাখ ১৭ হাজার ৪৮ টাকা আত্মসাৎ করেন। মামলাটি ঢাকায় দুদকের সমন্বিত জেলা কার্যালয়-১-এ করা হয়েছে।

বাকি অভিযুক্তরা হলেন- কার্গো শাখার ভারপ্রাপ্ত মহাব্যবস্থাপক মো. আরিফ উল্লাহ, সাবেক সহকারী ব্যবস্থাপক (বাণিজ্যিক) মো. শহিদুল ইসলাম, আমিনূল হক ভুঁইয়া, মো. লুতফে জামাল, মোশাররফ হোসেন তালুকদার, রাজীব হাসান, নাসির উদ্দিন তালুকদার, অনুপ কুমার বড়ুয়া, কেএন আলম, মো. ফজলুল হক, সৈয়দ আহমেদ পাটওয়ারী, মনির আহমেদ মজুমদার ও মো. শাহজাহান এবং সাবেক ব্যবস্থাপক (আমদানি) একেএম মঞ্জুরুল হক।

বিমানের ১৬ কর্মকর্তার বিরুদ্ধে মামলা-গ্রেপ্তার ২

 

 

জাতীয় পার্টির (জাপা)জাতীয় সম্মেলন আগামী ২৮ ডিসেম্বর রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে অনুষ্ঠিত হবে। আজ রবিবার দলের প্রেসিডিয়াম ও সংসদ সদস্যদের সভায় এ সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়েছে।

এ ছাড়া সভায় চট্টগ্রাম-৮ আসনের আসন্ন উপনির্বাচনে জাপার অংশগ্রহণ এবং  দলের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মহাসচিব জিয়া উদ্দিন আহমেদ বাবলুকে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে মনোনীত করা হয়েছে সভায়।
জাপার চেয়ারম্যান ও সংসদে বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদেরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় দেশের সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

সভায় প্রেসিডিয়াম সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন পার্টির মহাসচিব সাংসদ মসিউর রহমান রাঙ্গা, প্রেসিডিয়াম সদস্য এম এ সাত্তার, সাংসদ কাজী ফিরোজ রশীদ, জিয়া উদ্দিন আহমেদ বাবলু, মো. আবুল কাশেম, সাংসদ সৈয়দ আবু হোসেন বাবলা, হাফিজ উদ্দিন আহমেদ, সাংসদ গোলাম কিবরিয়া টিপু, অ্যাডভোকেট  শেখ মুহাম্মদ সিরাজুল ইসলাম, সাংসদ ফখরুল ইমাম, সাংসদ মুজিবুল হক চুন্নু, সাংসদ অ্যাডভোকেট সালমা ইসলাম, সৈয়দ মোহাম্মদ আব্দুল মান্নান, হাবিবুর রহমান, সুনীল শুভ রায়, এস এম ফয়সল চিশতী, মীর আব্দুস সবুর আসুদ, সাইফুদ্দিন আহমেদ মিলন, মো. আজম খান, সোলায়ম আলম শেঠ, আতিকুর রহমান আতিক, মেজর (অব.) খালেদ আখতার, ব্যারিস্টার দিলারা খন্দকার, অ্যাডভোকেট মো. রেজাউল ইসলাম ভূঁইয়া, ফখরুজ্জামান জাহাঙ্গীর, সৈয়দ দিদার বখ্ত, কাজী মামুনুর রশীদ, সাংসদ নাজমা আখতার, আব্দুস সাত্তার মিয়া, আলমগীর সিকদার লোটন, এমরান হোসেন মিয়া, সাংসদ মেজর (অব.) রানা মোহাম্মদ সোহেল।

চেয়ারম্যানের বিশেষ আমন্ত্রণে পার্টির সংসদ সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন রওশন আরা মান্নান, শরিফুল ইসলাম জিন্নাহ, লিয়াকত হোসেন খোকা, আহসান আদেলুর রহমান, নুরুল ইসলাম তালুকদার, পনির উদ্দিন আহমেদ।

২৮ ডিসেম্বর জাপার জাতীয় সম্মেলন