বিস্ফোরণের পর কারখানাটি
সোমবার হায়দরাবাদ শিল্পাঞ্চলের একটি রাসায়নিক কারখানায় বিস্ফোরণে ২ শ্রমিকের মৃত্যু হয়েছে। জখম হয়েছেন সেখানকার আরও ৪ শ্রমিক। তাঁর মধ্যে ২ মহিলাও রয়েছেন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ পুলিশ বালানগর কে পুরুষোত্তম জানান, নিহতদের নাম অবরীশ ও আনোয়ার। দুই শ্রমিকের বাড়িই বিহারে। কী করে এদিন বিস্ফোরণ ঘটল, তার বিশদ এখনও জানা যায়নি বলে দাবি করেন পুলিশকর্তা। তবে, অন্য একটি সূত্র দাবি করে, কারখানার রিঅ্যাক্টরেই এই বিস্ফোরণ ঘটেছে। জানা গিয়েছে, বিস্ফোরণটি ঘটেছে হায়দরাবাদের জীবিকা লাইফ সায়েন্সেস প্রাইভেট লিমিটেডের কারখানায়।

প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে, বিস্ফোরণের সময় সেখানে ২০ শ্রমিক কাজ করছিলেন। বিস্ফোরণের পর ওই ইউনিটের ছাদ উড়ে গিয়েছে। বিস্ফোরণ এতটাই তীব্র ছিল, ৫০০ মিটার দূর থেকেও তাঁর আঁচ পাওয়া যায়। গোটা এলাকা ধোঁয়ায় ছেয়ে যায়। ভয়ে কারখানা চত্বর ছেড়ে পালিয়ে যান কর্মরত শ্রমিকেরা। রাজ্য বিপর্যয় টিম ও দমকলের যৌথ প্রয়াসে চার ঘণ্টার মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

রাসায়নিক কারখানায় বিস্ফোরণ, নিহত ২ হায়দরাবাদে

 

অভিনব কায়দায় টাকা হাতিয়ে নেওয়ার সময় হাতেনাতে এক প্রতারককে আটক করেছে মেহেরপুরের গাংনী থানা পুলিশ। মঙ্গলবার সকাল ১১টায় গাংনী পাইলট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে তাকে আটক করা হয়।
আটককৃত হলো ফরিদপুরের মুকছুদপুর থানার বরুইহাট গ্রামের বারি শিকদারের ছেলে লিটন শিকদার (৪০)।
পুলিশ সুত্রে প্রকাশ,

কিছুদিন ধরে অভিযুক্ত লিটন শিকদার মেহেরপুরের গাংনী উপজেলার হাড়িয়াদহ গ্রামের মৃত কফিল উদ্দিনের ছেলে জানবার আলিকে নাম মাত্র মুল্যে মাটি খুড়ে পাওয়া স্বর্ন দেবে বললে সে রাজি হয়ে যায়। এদিকে বিষয়টি জানতে পেরে জানবরের সন্তানরা প্রতারককে ধরতে কৌশল করে।
ঘটনারদিন আগে থেকে পরিকল্পনা করে গাংনী থানা পুলিশের সহযোগিতায় লিটন শিকদারকে আটক করে। এসময় লিটন শিকদারের নিকট থেকে পাঁচশত টাকার দুটি আসল নোট এবং ঐ নোট দিয়ে ঢেকে রাখা কাগজের বান্ডিল পাওয়া যায়।
গাংনী থানার ওসি তদন্ত সাজেদুল ইসলাম বলেন, আমার তাকে জিজ্ঞাসাবাদ করে আর কেউ জড়িত আছে কিনা জানার চেষ্টা করছি।

সূত্র-মেহেরপুর প্রতিদিন

মেহেরপুরে গাংনীতে হাতেনাতে আটক এক প্রতারক

ফাইল ফটো

১৯ নভেম্বর- সংযুক্ত আরব আমিরাতে চার দিনের সরকারি সফর শেষে আজ মঙ্গলবার রাতে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বাংলাদেশ সময় রাত ১১টায় ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইটটি পৌঁছানোর কথা রয়েছে। তিনি দুবাই এয়ার শো-২০১৯ ও অন্যান্য অনুষ্ঠানে যোগদান করতে এ সফরে যান।

বাংলাদেশ প্রধানমন্ত্রী সংযুক্ত আরব আমিরাতের ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী এবং দুবাইয়ের শাসক মোহাম্মদ বিন রশিদ আল মাখতুমের আমন্ত্রণে উপসাগরীয় এই দেশ সফর করেন।

প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীরা বহনকারী আমিরাত ফ্লাইটের একটি বিমানে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা দেবেন।

প্রধানমন্ত্রী ১৭ নভেম্বর বিশ্বের অন্যতম বৃহত্তম ও সফল এয়ার শো এবং মধ্যপ্রাচ্য, এশিয়া ও আফ্রিকার বৃহত্তম এরোস্পেস ইভেন্ট দুবাই এয়ার শো-২০১৯ এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন।

দুবাই এয়ার শোর ফাঁকে আবুধাবির যুবরাজ ও সংযুক্ত আরব আমিরাতের সশস্ত্র বাহিনীর ডেপুটি সুপ্রিম কমান্ডার শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান বাংলাদেশ প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

দুবাই থেকে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

উত্তরপ্রদেশের এলাহাবাদ, ফৈজাবাদের পর এবার আগ্রার নাম পরিবর্তনে তোড়জোড় শুরু করেছে যোগী আদিত্যনাথের সরকার। রাজ্য বিজেপি সরকারের পরিকল্পনা অনুযায়ী, আগ্রার নতুন নাম হতে পারে ‘অগ্রবন’।

আম্বেদকার বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক সুগম আনন্দ বলেন, ‘আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে আগ্রার নামকরণের ইতিহাস সম্পর্কে। আমরা সেই ব্যাপারে কাজও শুরু করেছি। খুব শিগগিরই রিপোর্ট পেশ করব আমরা।’

পৃথিবীর সপ্তম আশ্চর্যের অন্যতম স্থাপনা তাজমহলের কারণে আগ্রা পুরো বিশ্বের কাছে পরিচিত নাম। হঠাৎই নাম পরিবর্তন করা হলে পর্যটন খাতে এর বিরূপ প্রভাব পড়বে বলে মনে করছেন অনেক বিশ্লেষক।

ক্ষমতায় আসার পরে নানা জায়গার নাম পরিবর্তন করেছে যোগী আদিত্যনাথের সরকার। ষোড়শ শতকে সম্রাট আকবর গঙ্গা-যমুনার মিলনস্থলে একটি দুর্গ প্রতিষ্ঠা করেন। গঙ্গা-যমুনার সঙ্গমস্থলের সেই দুর্গটির নাম ছিল এলাহাবাদ। পরবর্তী সময় শাহজাহান পুরো শহরটিরই নাম বদলে রেখে দেন এলাহাবাদ। সেই এলাহাবাদের নাম বদলে রাখা হয়েছে প্রয়াগরাজ। উত্তরপ্রদেশের ঐতিহাসিক রেলস্টেশন মোগলসরাইর নাম বদলে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় নগর জংশন করা হয়।

১৮৬২ সালে প্রতিষ্ঠিত মোগলসরাই হল ভারতের চতুর্থ ব্যস্ততম রেলস্টেশন। আর এ স্টেশনেরই রয়েছে এশিয়ার সর্ববৃহৎ রেল ইয়ার্ড। এ ইয়ার্ডের দৈর্ঘ্য সাড়ে ১২ কিলোমিটার। এখানে পাঁচ হাজার ওয়াগন রাখার ব্যবস্থা রয়েছে। ফৈজাবাদ জেলার নাম হয়েছে অযোধ্যা। এবার পালা আগ্রার।

যোগী সরকারেরই একাংশ বলছে, এলাকার অনেকের বিশ্বাস, অতীতে এ শহরের নাম ছিল অগ্রবন। যোগী সরকার চায়, সেই নামেই এ শহরকে ফের ডাকা হোক। এ কারণেই ইতিহাসবিদদের শরণাপন্ন হয়েছেন তারা। তারা জানতে চাইছেন, কবে, কোন অবস্থায় অগ্রবনের নাম আগ্রা হয়েছিল। যোগী সরকার ‘অগ্রবন’ নামটির পক্ষে হলেও, আগ্রার বহু বাসিন্দা অবশ্য মনে করেন শহরটির প্রাচীন নাম ছিল ‘আকবরবাদ’।

আকবরের আমলে শহরটি এই নামে পরিচিত ছিল বলে মনে করেন তারা। তবে অগ্রবন হোক বা আকবরবাদ, আগ্রার টুরিস্ট গাইডরা নাম পরিবর্তনের বিষয়টিতে আদৌ খুশি নন।

তারা বলছেন, গোটা পৃথিবীই তাজমহলের কারণে এ শহরকে ‘আগ্রা’ নামেই চেনে। রাতারাতি নাম বদলে ব্যবসায়ে ক্ষতি হতে পারে বলে আশঙ্কা তাদের।

আগ্রার নাম পরিবর্তন করে নতুন নাম ‘অগ্রবন’।

-ফাইল ফটো

কক্সবাজারের রোহিঙ্গা এবং তাদের আশ্রয়দাতা স্থানীয় এলাকাবাসীর জন্য ডাব্লিওএফপি’র কাজের সহযোগিতায় নেদারল্যান্ড আরো ৩৯ মিলিয়ন পাউন্ড অনুদান দিয়েছে।

ইউনাইটেড নেশনস ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম (ডাব্লিওএফপি) রোহিঙ্গা শরণার্থী এবং তাদের আশ্রয়দাতা কক্সবাজারের স্থানীয় জনগণের জন্য সংস্থার কাজে বাড়তি সহায়তায় এগিয়ে আসার জন্য রাজকীয় নেদারল্যান্ডকে অভিনন্দন জানিয়েছে।

গতকাল সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে।

ডাব্লিওএফপি বাংলাদেশের প্রতিনিধি এবং কান্ট্রি ডিরেক্টর রিচার্ড রাগান বলেন, ‘আমরা রাজকীয় নেদারল্যান্ডের ধারাবাহিক সহায়তার জন্য কৃতজ্ঞ।’

রিচার্ড রাগান বলেন, ‘এই অব্যাহত উদার সাহায্যের জন্য তাদেরকে ধন্যবাদ জানাই, এর ফলে শরণার্থীদের পাশাপাশি আশ্রয়দাতা স্থানীয় লোকদেরও প্রয়োজনীয়তা বাড়ছে। এখন প্রায় ১ লাখ ৩০ হাজার মানুষ টাটকা খাবার সামগ্রী ভোগ করার আওতায় আসবে এবং পুষ্টিহীনতায় থাকা অনেক নারী পুষ্টির পাবে।’

এই সহায়তার ফলে শিবিরের বাসিন্দারা মাছ এবং তাজা শাকসব্জি পাবে। মাছ চাষের জন্য ২০টি নতুন পুকুর ও সবজির বাগান তৈরী করা হবে। স্থানীয় আশ্রয়দাতাদের মধ্যে থেকে আরো ৪ হাজার নারীকে স্বাবলম্বী হতে দক্ষতা প্রশিক্ষণ এবং প্রণোদনা দেয়া হবে।

বর্তমানে স্থানীয় আশ্রয়দাতাদের মধ্যে ২০ হাজার নারী ডাব্লিএফপি’র সহায়তায় জীবিকা কর্মসূচির আওতায় কর্মরত আছে।

বাংলাদেশে রাজকীয় নেদারল্যান্ডের রাষ্ট্রদূত হ্যারি ভার্ভিজ বলেন, আমাদের এই সহযোগিতায় স্থানীয় কৃষকরা পণ্য উৎপাদন করে বাজারজাতকারী এবং শরণার্থীদের চাহিদার মধ্যে সংযোগ জোরদারেও নজর দেয়া হবে ।

তিনি বলেন, যদিও আমরা শরণার্থীদের মানবিক সহায়তা কওে থাকি। এছাড়া আমরা স্থানীয় আশ্রয়দাতা দুর্বল সম্প্রদায়ের পাশে থাকতে চাই। নারীদের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে তুলতে চাই, যেন তারা নিজের এবং পরিবারের জন্য তাদের অর্থনৈতিক অবস্থার উন্নতি করতে পারে।

রোহিঙ্গা ও আশ্রয়দাতাদের জন্য নেদারল্যান্ডের ৩৯ লাখ পাউন্ড অনুদান

চট্টগ্রামের পাথরঘাটায় ভয়াবহ বিস্ফোরণের পর দেয়ালধসে আহতদের দেখতে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে গিয়েছিলেন। সেখানে দোতলা থেকে লিফট ছিঁড়ে পড়ে গেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ অন্যান্য নেতারা।

আজ সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে হাসপাতালের মাঝখানের একটি লিফটে এ ঘটনা ঘটে। লিফট ছিঁড়ে পড়ার এই ঘটনায় অবশ্য কেউ তেমন আহত হননি।

এ সময় লিফটে আমীর খসরুর সঙ্গে নগর বিএনপির সভাপতি শাহদাত হোসেন, বিএমএ চট্টগ্রামের সাবেক সভাপতি খুরশিদ জামিল চৌধুরীসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ঘটনার বর্ণনা দিয়ে শাহদাত হোসেন বলেন, ‘আহতদের দেখে পাঁচতলার অর্থোপেডিক বিভাগ থেকে আমরা লিফটে নামছিলাম। দোতলায় এসে লিফট ছিঁড়ে দ্রুত নেমে যায়। নিচতলায় বিকট শব্দে পড়ে যায়। লিফটটি নিচের ফ্লোরের আরও এক হাত নিচে চলে যায়। পরে দরজা আটকে যায়। অনেক কষ্টে আমাদের বের করা হয়। ’

শাহদাত হোসেন আরও বলেন, ‘যদি আরও ওপর থেকে ছিঁড়ে যেত তাহলে ভয়াবহ বিপর্যয় হতো। আল্লাহর রহমতে বেঁচে গেছি। তিনি অভিযোগ করেন, কোনো রক্ষণাবেক্ষণ না থাকায় এই ঘটনা ঘটেছে।’

এই ঘটনার বিষয়ে হাসপাতালের উপপরিচালক আখতারুল ইসলাম বলেন, ‘লিফট ছিঁড়ে যাওয়ার ঘটনা আমাকে কেউ বলেনি। আমি খোঁজ নিচ্ছি।’

লিফট ছিঁড়ে পড়ে গেলেন কেন্দ্রীয় নেতা আমীর খসরুসহ বিএনপি নেতারা

-ফাইল ফটো

পিয়াজ নিয়ে আওয়ামী লীগের ছায়াতলে কিছু মানুষ কয়েক হাজার কোটি টাকা হাতিয়ে নিয়েছে বলে মন্তব্য করেছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী। এছাড়া পিয়াজ সংকট নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যের সমালোচনাও করেন তিনি।

৪৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মওলানা আবদুল হামিদ খান ভাসানীর মাজার জিয়ারত শেষে আজ দুপুরে এসব মন্তব্য করেন বঙ্গবীর।

‘তার বাড়িতে পিয়াজ ছাড়া রান্না হয়েছে’- প্রধানমন্ত্রীর এমন বক্তব্যের সমালোচনা করে কাদের সিদ্দিকী বলেন, প্রধানমন্ত্রী এমনটা বলতে পারেন না। এটা কোন প্রধানমন্ত্রীর বক্তব্য হতে পারে না। এটাকে সুশাসন বলে না। এটা দুঃশাসন।

তিনি আরও বলেন, আগে দোজখে যাবে কু-আলেম, এরপর যাবে কু-শাসক।মাজার জিয়ারতের সময় কাদের সিদ্দিকীর সঙ্গে আরও উপস্থিত ছিলেন কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তালুকদার খোকাসহ (বীরপ্রতিক) এবং জেলা ও উপজেলার নেতাকর্মীরা।

পিয়াজ নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যের সমালোচনা-কাদের সিদ্দিকীর

-প্রতিকি ছবি

খোলাবাজারে টিসিবির ট্রাক থেকে ন্যায্যমূল্যের পেঁয়াজ কিনতে গিয়ে ধাক্কাধা‌ক্কির সময় পু‌লিশের ‘মিস ফায়ারে’ নারীসহ দুইজন গু‌লি‌বিদ্ধ হয়েছেন। আহত পথচারী চন্দ্রকান্ত সিংহকে ওসমানী মে‌ডিকেল কলেজ হাসপাতালে ভ‌র্তি করা হয়েছে। তার বাম হাতে গু‌লি লেগেছে। আহত নারীর প‌রিচয় জানা যায়‌নি। দৈনিক সমকালের এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসছে।ধাক্কাধাক্কিতে আহত হয়েছেন এই নারীও

সোমবার দুপুর সোয়া ১টার দিকে নগরীর রিকা‌বিবাজারের ক‌বি নজরুল অডিটো‌রিয়ামের সামনে এই দুর্ঘটনা ঘটে। ‌এ‌সময় আরও কয়েকজন আহত হন।

কোতোয়ালী থানার প‌রিদর্শক (তদন্ত) রিতা আক্তার জানান, শৃঙ্খলা বজায় রাখার জন্য পু‌লিশ ৫ জন করে ক্রেতাকে অডিটো‌রিয়ামের গেইট দিয়ে ভেতরে প্রবেশের সুযোগ দি‌চ্ছিল। এর ম‌ধ্যে পেছন থে‌কে ধাক্কাধা‌ক্কি শুরু হলে পু‌লিশ বাঁধা দেয়। এ সময় লোড করা এক‌টি শর্টগান থে‌কে অসাবধানতাবশত গু‌লি বের হয়ে যায়।

তবে ‌তি‌নি তাৎক্ষ‌ণিকভাবে আহতদের নাম-প‌রিচয় জানাতে পারেন‌নি।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল ১০টার পর থেকে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টি‌সি‌বি) উদ্যোগে ৪৫ টাকা দরে রিকা‌বিবাজার ছাড়াও নগরীর ক্বিন‌ব্রিজের নিচে ও বঙ্গবীর পয়েন্টে পেঁয়াজ ‌বি‌ক্রি শুরু হয়। রিকা‌বিবাজারে দু‌টি বেসরকা‌রি টে‌লি‌ভিশ‌নের সাংবা‌দিক গিয়ে নিজেদের ই‌চ্ছামত ক্রেতাদের লাইন সাজাতে গেলে উত্তেজনার সৃ‌ষ্টি হয়। একপর্যায়ে ধাক্কাধা‌ক্কি শুরু হলে পু‌লিশ প‌রি‌স্থি‌তি নিয়ন্ত্রণের চেষ্টা করে।

পেঁয়াজ কিনতে গিয়ে ধাক্কাধা‌ক্কির সময় পু‌লিশের ‘মিস ফায়ারে’ নারীসহ দুইজন গু‌লি‌বিদ্ধ

-ফাইল ফটো

নতুন সড়ক পরিবহন আইন বাস্তবায়নের প্রতিবাদে ১০ জেলায় যাত্রীবাহী বাস চলাচল বন্ধ করে দিয়েছেন শ্রমিকরা। পূর্ব কোনো ঘোষণা ছাড়াই এ ধর্মঘট পালন করছেন তারা। এতে হঠাৎ এ ধর্মঘটে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

যশোর, খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, মাগুরা, নড়াইল, ঝিনাইদহ, মেহেরপুর, কুষ্টিয়া ও চুয়াডাঙ্গার পরিবহন শ্রমিকরা সকাল থেকে ‘স্বেচ্ছায়’ এ কর্মবিরতি পালন করছেন।

খুলনা বিভাগীয় শ্রমিক ফেডারশনের যুগ্ম সম্পাদক মোর্তজা হোসেন বলেন, শ্রমিকরা কাউকে ইচ্ছা করে হত্যা করে না। অনিচ্ছাকৃত দুর্ঘটনার জন্য নতুন সড়ক আইনে তাদের ঘাতক বলা হচ্ছে। নতুন আইনের অনেক ধারার ব্যাপারে শ্রমিকদের আপত্তি রয়েছে। সরকার সমাধানের কোনো উদ্যোগ না নেয়ায় তারা আন্দোলনে নেমেছে।

খুলনা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি নুরুল ইসলাম জানান, নতুন সড়ক পরিবহন আইন কার্যকরের প্রতিবাদে শ্রমিকরা বাস চলাচল বন্ধ করে দিয়েছেন। নতুন পরিবহন আইনে কোনো কারণে দুর্ঘটনায় কেউ মারা গেলে চালকদের মৃত্যুদণ্ড এবং আহত হলে ৫ লাখ টাকা দিতে হবে। এত টাকা দেয়ার সামর্থ্য শ্রমিকদের নেই। তাই তারা নতুন সড়ক পরিবহন আইন সংশোধনের পর তা কার্যকর করার দাবি জানান।

শ্রমিকরা ফাঁসি ও যাবজ্জীবন দণ্ডের ভয়ে গাড়ি চালানো বন্ধ করে দিচ্ছেন। এ ব্যাপারে তাদের সঙ্গে আলোচনা না করেই এ ধর্মঘটে নেমেছেন বলে জানান তিনি।

এদিকে কুষ্টিয়া জেলা বাস শ্রমিক ইউনিয়নের সভাপতি মাহাবুবুল হক বলেন, নতুন সড়ক আইন কার্যকরের প্রতিবাদে মোটর শ্রমিকরা বাস চলাচল বন্ধ করে দেন। শ্রমিকরা চান- এ আইনের কয়েকটি ধারা সংশোধন করে তার পর কার্যকর করা হোক।

তিনি জানান, আতঙ্ক নিয়ে সড়কে বাস চালাবেন না। খুলনা কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্তে শ্রমিকরা গাড়ি চালাচ্ছেন না। ঢাকার সঙ্গেও এ ব্যাপারে যোগাযোগ রাখা হচ্ছে।

যশোর জেলা পরিবহন সংস্থা শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদ বলেন, ১৪ নভেম্বর যশোরে এক সমাবেশ থেকে ২০১৮ সালের সড়ক আইন সংশোধনের দাবি জানিয়েছিলেন তারা। এর পর রোববার থেকে যশোরের ১৮ রুটের শ্রমিকরা কর্মবিরতি শুরু করেন। পরে সোমবার সকালে অন্যান্য জেলাতেও কর্মবিরতি শুরু হয়।

যশোর-বেনাপোল ও যশোর-সাতক্ষীরার অভ্যন্তরীণ রুটে কোনো যাত্রীবাহী বাস চলাচল না করলেও ঢাকা-কলকাতা ও বেনাপোল থেকে ঢাকা, চট্টগ্রাম ও দেশের অন্যান্য স্থানে দূরপাল্লার বাস চলাচল করছে।

এ ছাড়া প্রাইভেটকার, মাইক্রোবাস, ইজিবাইক, মাহেন্দ্র, নসিমন-করিমন ছাড়াও ছোট যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে যশোরে।

এদিকে ঝিনাইদহের কালীগঞ্জ মেইন বাসস্ট্যান্ড ঘুরে দেখা গেছে, সড়কে মাহেন্দ্র, ইজিবাইকের সিরিয়াল। যাত্রীবাহী বাস চলাচল না করায় যাত্রীরা গন্তব্যে পৌঁছাতে এ যানবাহনগুলো ব্যবহার করছেন।

সজল হোসেন নামে এক যাত্রী বলেন, স্বামী-স্ত্রীর দুজনের কোলে দুই বাচ্চা। চিকিৎসার জন্য দুই শিশু ও স্ত্রীকে নিয়ে যশোর যেতে হবে। ঝিনাইদহ থেকে এসেছি। ধর্মঘটের ব্যাপারে আগে থেকে জানলে আজ বাসা থেকে বের হতাম না।

মহেশপুরের স্থানীয় সংবাদকর্মী শহিদুল ইসলাম এসেছিলেন কালীগঞ্জে। তিনি বলেন, কালীগঞ্জ থেকে মহেশপুর প্রায় ৩৫ কিলোমিটার। এত দূরের পথ স্ত্রীকে সঙ্গে নিয়ে যাওয়াটাই অনেক কষ্টকর।

কালীগঞ্জ, কোটচাঁদপুর ও মহেশপুর উপজেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রজব আলী মন্টু বলেন, নতুন সড়ক পরিবহন আইন কার্যকরের প্রতিবাদে শ্রমিকরা অনির্দিষ্টকালের ধর্মঘট পালন করছে। নতুন পরিবহন আইনে দুর্ঘটনায় কেউ মারা গেলে চালকের মৃত্যুদণ্ড এবং আহত হলে ৫ লাখ টাকা দিতে হবে। এত টাকা শ্রমিকরা কোথায় পাবেন। বাস চালিয়ে তারা জেলখানায় যেতে চান না।

ঝিনাইদহের পুলিশ সুপার মো. হামানুজ্জামান বলেন, শ্রমিকদের অঘোষিত কর্মবিরতিতে লোকাল রুটগুলোতে বাস-মিনিবাস চলছে না। তবে দূরপাল্লার রুটে যানবাহন চলাচল করছে।

অন্যদিক চুয়াডাঙ্গায় সোমবার সকাল থেকে অভ্যন্তরীণ রুটের যান চলাচল বন্ধ রয়েছে।

সকাল ১০টার পর থেকে ঢাকা-চুয়াডাঙ্গা রুটের বাসও চলাচল বন্ধ হয়ে গেছে বলে স্থানীয় পরিবহন শ্রমিক নেতা জানিয়েছেন।

নতুন চালু হওয়া সড়ক পরিবহন আইন সংশোধনের দাবিতে এই অনানুষ্ঠানিক কর্মবিরতি অনির্দিষ্টকালের জন্য বলে জানিয়েছেন শ্রমিক নেতা মোর্তজা হোসেন।

এ ছাড়া বাগেরহাট, সাতক্ষীরা, মাগুরা, নড়াইল ও মেহেরপুরে বাস চলাচল বন্ধ রয়েছে বলে জানা গেছে।

গত বছর ঢাকায় বাসচাপায় দুই ছাত্রছাত্রীর মৃত্যুর পর নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের নজিরবিহীন আন্দোলনের মুখে নতুন সড়ক পরিবহন আইন সংসদে পাস হয়।

বেপরোয়া মোটরযানের কবলে পড়ে দুর্ঘটনার ক্ষেত্রে সর্বোচ্চ পাঁচ বছরের কারাদণ্ড, সর্বোচ্চ পাঁচ লাখ টাকা জরিমানা অথবা উভয় দণ্ডের বিধান রাখা হয়েছে। এটি এ বছর ১ নভেম্বর থেকে কার্যকর করার কথা বলা হয়।

নতুন সড়ক আইনের প্রতিবাদে ১০ জেলায় হঠাৎ বাস বন্ধ

 

বাংলাদেশের চলচ্চিত্র জগতের জনপ্রিয় অভিনেতা শাকিব খানকে ১০ লাখ টাকা জরিমানা করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) ভ্রাম্যমাণ আদালত। নকশা না মেনে রাজধানীর নিকেতনে বাড়ি করায় আজ সোমবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত তাঁকে জরিমানা করেন।

সকাল থেকে নিকেতন এলাকায় রাজউকের ভ্রাম্যমাণ আদালত অভিযান চালাচ্ছেন। জরিমানা করেন, রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফ হোসেন। শাকিব খানের ভগ্নিপতি ও কেয়ারটেকার কাগজপত্র দেখাতে আসলে বাড়ির নকশা সংক্রান্ত অসংগতি ধরা পড়ে। রাজউকের জোন (৪) অথরাইজড অফিসার মোহাম্মদ হোসেন প্রথম আলোকে বলেন, সকাল থেকে নিকেতন এলাকায় রাজউকের ভ্রাম্যমাণ আদালত অভিযান চালাচ্ছে। অভিযানের সময় শাকিব খান ওরফে রানা’র বাড়িটি নকশা না মেনে নির্মাণ করা হয়েছে বলে দেখা গেছে। এ কারণে ১০ লাখ টাকা জরিমানা করা হয়। রাজউকের তদন্তে দেখা যায়, ওই বাড়ির ছাদটি নকশা মেনে করা হয়নি।

এখন দেশের বাইরে আছেন শাকিব খান। সংযুক্ত আরব আমিরাতের জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে বৃহস্পতিবার সন্ধ্যায় ‘টি-১০’ ক্রিকেটের উদ্বোধন উপলক্ষে বসেছিল ভারতীয় তারকাদের মেলা। সেখানে একমাত্র বাংলাদেশি তারকা প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন শাকিব খান। দক্ষিণি তারকা মামোত্তি, আতিফ আসলাম, পার্বতী নয়ার রাকুল প্রীত সিংদের সঙ্গে মঞ্চে আলাদাভাবে পারফর্ম করেন শাকিব খান। সেখানে তিনি তাঁর অভিনীত ‘নাম্বার ওয়ান শাকিব খান’ গান দিয়ে পারফর্ম শুরু করেন। এরপর জনপ্রিয় এ নায়ক তাঁর অভিনীত পাগল মন, বেবি জান গানগুলো পারফর্ম করে দর্শকদের মাতিয়ে তোলেন।

শাকিব খানকে ১০ লাখ টাকা জরিমানা