হরিণাকুণ্ডু উপজেলার হরিশপুর গ্রামে মনোমুগ্ধকর লাঠি খেলা অনুষ্ঠিত

হরিনাকুন্ডু (ঝিনাইদহ)থেকে মো রাব্বুল হুসাইন:-
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৯ নভেম্বর, ২০২১
  • ৫৩৩ বার পঠিত

সোমবার (৯ নভেম্বর)দুপুরে উপজেলার ২নং জোড়াদহ ইউনিয়ন হরিশপুর গ্রামে অনুষ্ঠিত হয় ঐতিহ্যবাহী এই প্রাচীন লাঠি খেলা।ঢাক-ঢোল আর কাঁসার ঘন্টার শব্দে চারপাশ উৎসব মুখর পরিবেশের সৃষ্টি হয়। বাদ্যের তালে নেচে-গেয়ে লাঠি খেলে অঙ্গভঙ্গি প্রদর্শন করে লাঠিয়ালরা। তারপরই চলে লাঠির কসরত। প্রতিপক্ষের লাঠির আঘাত থেকে নিজেকে রক্ষা ও তাকে আঘাত করতে ঝাঁপিয়ে পড়েন লাঠিয়ালরা। এসব দৃশ্য দেখে আগত দর্শকরাও করতালির মাধ্যমে উৎসাহ যোগায় খেলোয়াড়দের। হারিয়ে যাওয়া এই ঐতিহ্য বাঁচিয়ে রাখতে সরকারি পৃষ্ঠপোষকতার মাধ্যমে নিয়মিত এই ধরনের আয়োজন করার দাবি করেন দর্শকরা,কেউ গুটি গুটি পায়ে হেঁটে,কেউ বাই-সাইকেলে,আবার কেউবা ভ্যান,কিংবা মোটরসাইকেলে লাঠি খেলা দেখতে আসতে শুরু করে আনুমানিক দশ গ্রামের মানুষ।
দুপুর থেকে সন্ধ্যা অবধি চলা লাঠিখেলায় উপজেলার বিভিন্ন গ্রামের একাধিক লাঠিয়াল বাহিনী অংশগ্রহণ করে।
এসময় উপস্থিত ছিলেন,২নং জোড়াদহ ইউনিয়নের জনপ্রিয় নেতা আওয়ামীলীগ পরিবারের সন্তান
আগামী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ জাহিদুল ইসলাম (বাবু মিয়া),ইলেকট্রনিও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকৃন্দ,অত্র এলাকার গন্যমান্য ব্যাক্তি মেম্বরগণ প্রমুখ।

দয়া করে নিউজটি শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর