উলিপুরে কদমতলা দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষকের দুর্নীতির বিরুদ্ধে বিক্ষোভ,বিদ্যালয় কক্ষে তালা 

নয়ন দাস,কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ
  • আপডেট টাইম : শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ১০ বার পঠিত

 

 

কুড়িগ্রামের উলিপুরে কদমতলা দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে ক্ষমতার অপব্যবহার করে । নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগে শিক্ষার্থীদের ৬ দফা দাবিতে অনির্দিষ্টকালের জন্য প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ ঘোষণা করেছেন শিক্ষার্থীরা।


৪ সেপ্টেম্বর বুধবার বিদ্যালয়ের শিক্ষার্থীদের সূত্রে জানা গেছে,কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার দলদলিয়া ইউনিয়নের কদমতলা দ্বিমুখী উচ্চ  বিদ্যালয়ে প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম সরকারের বিরুদ্ধে দীর্ঘদিন থেকে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগে শিক্ষার্থীদের ৬ দফা দাবিতে অনির্দিষ্টকালের জন্য প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ ঘোষণা করেন এবং শিক্ষার্থী ও অভিভাবক বৃন্দ বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন।

শিক্ষার্থী রবিউল, হাসিবুল,ফরহাদ ও মাসুদ,

নেতৃত্বে বিদ্যালয়ের সকল শ্রেণির শিক্ষার্থীরা গত ১ সেপ্টেম্বর থেকে ৬ দফা দাবিতে বিক্ষোভ কর্মসূচি ও প্রধান শিক্ষকের কক্ষে তালা ঝুলিয়ে দিয়েছেন শিক্ষার্থীরা জানান বিদ্যালয়টিতে নানা বিধ সমস্যার কারণে আমরা বিদ্যালয়ে ৬ দফা দাবিতে আন্দোলন অব্যাহত রয়েছে।৬ দফার দাবির মধ্যে  রয়েছে- প্রধান শিক্ষকের পদত্যাগ নিশ্চিত করতে হবে।,

নিয়োগ জালিয়াতির মাধ্যমে মোটা অংকের টাকা আত্মসাৎ কৃত টাকা তদন্ত সাপেক্ষে ফেরত  প্রদান করতে হবে , বাৎসরিক হিসাব প্রদান করতে হবে, খাদ  অনুযায়ী ব্যয়ের বিবরণী দিতে হবে, বিদ্যালয় এর গাছ বিক্রির অর্থের হিসাব দিতে হবে, বিদ্যালয়ের সকল ফান্ডের সুনির্দিষ্ট হিসাব সহ লুটপাট ও দলীয়করণ বিষয় নিয়ে ৬দফা।

দাবি পেশ করা হয়। দাবিগুলো যথাযথ কার্যকরী ব্যবস্থা গ্রহণ করার  জন্য বিদ্যালয়ের সকল শ্রেণীর শিক্ষার্থী ও অভিভাবক বৃন্দ অনির্দিষ্টকালের জন্য বিদ্যালয় কার্যক্রম বন্ধ ঘোষণা ও বিক্ষোভ সমাবেশ করছেন । এ ব্যাপারে ৪ সেপ্টেম্বর বুধবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা আতাউর রহমান এর সাথে এ প্রতিবেদকের  মুঠো ফোনে কথা হলে তিনি জানান আমি একটি অভিযোগ পেয়েছি বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর