গঙ্গাচড়ায় দোকান থেকে অর্ধ গলিত লাশ উদ্ধার

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি :
  • আপডেট টাইম : রবিবার, ২৭ অক্টোবর, ২০১৯
  • ২৬৪ বার পঠিত

রংপুরের গঙ্গাচড়ায় ৫দিন বন্ধ থাকার পর দোকান ঘর থেকে এক ব্যবসায়ীর অর্ধ গলিত লাশ উদ্ধার করেছে গংগাচড়া মডেল থানা পুলিশ। ঘটনাটি ঘটেছে উপজেলার বেতগাড়ী হাটে। মৃত্যু ব্যবসায়ী বায়েজীদ আলী (৫৫) উপজেলার উত্তর খলেয়া সর্দার পাড়ার মৃত্যু রিয়াজ উদ্দিন মুন্সির ছেলে। হত্যা না আত্ব্যহত্যা এ নিয়ে এলাকায় মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।
এলাকাবাসী জানায়, বায়েজীদ আলী বেতগাড়ী বাজারে প্লাস্টিকের তৈরী বিভিন্ন জিনিসপত্রের ব্যবসা করে আসছিলো। তার ব্যবসায়ীক দোকানের নাম ছিলো আল-আমিন ষ্টীল ফার্ণিচার। গেলো সোমবার থেকে তার দোকান বন্ধ ছিলো। গতকাল শনিবার বিকেলে ওই দোকান থেকে দুর্গন্ধ বের হলে বাজারের ব্যবসায়ী ও মানুষের মাঝে গন্ধ নিয়ে কৌতুহল সৃষ্টি হয়। পরে বায়েজীদ এর বোন খবর পেয়ে বাজারে এসে দোকানের তালা খুলে দেখতে পায় দোকান ঘরের মেজেতে পরে আছে মৃত্যু বায়েজীদের লাশ। বায়েজীদের মুখে কালো রংয়ের মত দেওয়া ও শরীরের বিভিন্ন অঙ্গে কালো হয়েছে। অনেকের ধারণা এগুলো আঘাতের কারণে হয়েছে। বায়েজীদের মৃত্যু এলাকাবাসীর কাছে রহস্যজনক।রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার আবু তৈয়ব মো আরিফ এবং গংগাচড়া মডেল থানার অফিসার ইনচার্জ তাৎক্ষণিক ঘটনা স্থল পরিদর্শন করে জানান, লাশের মুখে ও শরীরে কালো তৈলাক্ত জাতীয় কিছু মেখে দেয়া অবস্থায় উদ্ধার করা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেছি। জিজ্ঞাসাবাদের জন্য মৃতের পরিবারের সদস্যদের থানায় নিয়ে আসা হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর