চট্টগ্রাম নগরীর দক্ষিণ জেলা প্রবেশ মুখ,বাকলিয়া থানাধীন কালামিয়া বাজার হইতে ১টি চোরাই মোটর সাইকেল’সহ ০২ জন চোর গ্রেফতার বাকলিয়া থানা পুলিশ। বাকলিয়া থানাধীন কালামিয়া বাজারস্থএক্সেস রোড রাস্তার উপর হইতে এসআই(নিঃ)/আবদুল্লাহ আল ইমরান সঙ্গীয় অফিসার ফোর্সসহ অভিযান পরিচালনা করে ২জন মোটরসাইকেলসহ চোরকে হাতে নাতে গ্রেফতার করে। আসামী ১। মোঃ সাকিব (২২), ২। মোঃ রাশেদুল আলম প্রঃ রাশেদ (৩০)দ্বয়কে ১টি চোরাই মোটর সাইকেল সহ গ্রেফতার করেন। ১টি মোটর সাইকেল মোঃ সাকিব (২২), পিতা-মোঃ মীর হোসেন, মাতা-শাহানাজ আক্তার শানু (শাহানা বেগম,) স্ত্রী-মোছাঃ বৃষ্টি আক্তার, স্থায়ী ঠিকানা-ভাটিয়ারী চৌধুরী হাট, কলেজ গেইটের পশ্চিম পাশে, ভূঁইয়া গাজী বাড়ী, থানা-সীতাকু-, জেলা-চট্টগ্রাম, বর্তমান ঠিকানা-টেনারী বটতল, আল-আমিন গার্মেন্টস এর পাশে জহির ষ্টোর এর আগে, থানা-বায়েজিদ বোস্তামী, জেলা-চট্টগ্রাম, ২। মোঃ রাশেদুল আলম প্রঃ রাশেদ (৩০), পিতা-মোঃ ইউসুফ আলী, মাতা-রাবেয়া বেগম, স্ত্রী-শারমিন আক্তার, স্থায়ী ঠিকানা-সাইটুলা, তোফাজ্জল এর বাড়ি, ৪নং সিন্দুরখান ইউপি, পোঃ জানাউরা, থানা-শ্রীমঙ্গল, জেলা-মৌলভীবাজার, বর্তমান ঠিকানা-ফতেয়াবাদ, স্টেশন রোডের পশ্চিম পাশে, আমতলীর আগে সন্দ্বীপ কলোনী, সিরাজের বাড়ির ভিতরে গৃহীত ব্যবস্থা (মামলা/জিডি)-বাকলিয়া থানার মামলা পেনাল কোড রুজু হয়।