বাংলাদেশ থেকে প্রকাশিত আন্তজার্তিক মানের অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল “ক্রাইমভিশনবিডি.কম“ পরিবারে যোগদান করেছে মিজানুর রহমান মেজর।
গত বুধবার “ক্রাইমভিশনবিডি.কম“ এর কুষ্টিয়া অফিসে পত্রিকাটির সম্পাদক মো: হাসিবুর রহমান রুবেল সকলের উপস্থিতে মিজানুর রহমান মেজরকে সহ- সম্পাদকের দায়িত্ব বুঝিয়ে দেন।
মিজানুর রহমান মেজর কুষ্টিয়া থেকে প্রকাশিত দৈনিক কুষ্টিয়ার খবর পত্রিকায় দীর্ঘদিন বিশেষ প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন।এছাড়া তিনি কুষ্টিয়া জেলার এক বিশিষ্ট ব্যবসায়ী ও জননেত্রী শেখ হাসিনার আদর্শে রাজনীতি করা আওয়ামীলীগের একজন সামান্য কর্মী।