গাংনীতে রান্না করা মাংসে আল্লাহ্’নাম,সুবহানআল্লাহ

গাংনী থেকে মনিরুল ইসলাম
  • আপডেট টাইম : বুধবার, ২৬ অক্টোবর, ২০২২
  • ২৪৭ বার পঠিত

গাংনীর করমদি সাজিপাড়া রহমান শাহা’র ছেলে শুকুর শাহ গত শুক্রবার বামন্দী বাজার থেকে ১ কেজি গরুর মাংশ ক্রয় করে। কিন্তু সেই মাংশ ফ্রিজে রাখে।

 

শুকুর আলীর স্ত্রী জানান রান্না করার জন্য আজ মঙ্গলবার সকালে ফ্রিজ থেকে মাংশ বের করে রান্না করছিলাম। রান্না চলাকালীন সময়ে ওই মাংশে ঝিক ঝিক করতে দেখা যাই। আমি চুলা বন্ধ করে দিলে দেখি মাংশে আরবিতে আল্লাহ লেখা আছে।

 

আমি আশে পাশের লোককে সংবাদ দিলে তারা এক নজর দেখার জন্য আমার বাড়ীতে ভিড় জমাই। এবং করমদি কুমার পাড়ার মসজিদে তাবলীগ জামাতের লোকজন সংবাদ পেয়ে দেখতে যাই। পরে তাবলীগ জামাতের লোকজন ও মাংশ খেতে বলে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর