বাংলাদেশ টেলিভিশন বিটিভির গীতিকার হিসেবে তালিকাভুক্ত হয়েছেন
কবি সুলতান মাহমুদ বাটাজোর। ইতোমধ্যে কবি সুলতান মাহমুদ বাটাজোর গান লিখে দেশে পরিচিতি
লাভ করেছেন। দেশাত্মবোধক, আধুনিক ও পল্লীগীতি গান লিখছেন তিনি। তিনার লেখা ছড়া-কবিতা ১৯৯৮ সালে প্রায় সকল জাতীয় ও আঞ্চলিক পত্রিকায় প্রকাশিত হয়ে ছিলো। কবি সুলতান মাহমুদ বাটাজোর
একটি ছড়ার বই “বঙ্গবন্ধু-রাজনীতি ও মুক্তিযুদ্ধ নামে প্রকাশ করেন। কবি সুলতান মাহমুদ বাটাজোর ময়মনসিংহ জেলার ভালুকায় ১৯৬৯ সালে জন্ম গ্রহণ করেন, মাতার নাম দুধজান বিবি ও পিতা সহর আলী ফকির, কবি বর্তমানে তিনি শহীদ ক্যাডেট স্কুল অ্যাণ্ড কোচিং, হবিগঞ্জের নির্বাহী পরিচালক।এক প্রশ্নের উত্তরে কবি সুলতান মাহমুদ বাটাজোর বলেন, গত নভেম্বরে গীতিকার হিসেবে তালিকাভুক্তির চিঠি পেয়েছি বাংলাদেশ টেলিভিশন থেকে।আরো সুন্দর সুন্দর গান উপহার দেওয়ার ইচ্ছে প্রকাশ করেন তিনি।