জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে সংসদ সদস্য তাহজীব আলম সিদ্দিকী সমির পক্ষে বিভিন্ন ওয়ার্ডে আর্থিক সহযোগিতা পৌছে দিয়েছেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোঃ সেরেকুল ইসলাম।
যেসব জায়গায় মানবভোজ হবে এবং যাদের কাছে এমপি সমির সহযোগিতা পৌছে দেওয়া হয়েছে তারা হলেন- ১ নম্বর ওয়ার্ডের আওয়ামীগের যুগ্ম সাধারণ সম্পাদক,মোঃ বিল্লাহ হাসানের নেতৃত্বে ২ হাজার।পারদখপুর) শ্রমিক লীগের যুগ্ম আহবায়ক ,মোঃ আশরাফুল ইসলামের নেতৃত্বে ১হাজার ও আক্তার হোসেন নেত্বতে ১ হাজার।
(৩ নম্বর ওয়ার্ড দখলপুর ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি মেঃ ফারুক হোসেনর নেতৃত্বে ১ হাজার।
(৪ নম্বর ওয়ার্ড) দৌলতপুর ও মোঃ মহারাজপুর ইউনিয়ন কৃষক লীগের নেতৃত্বে ইসলাম ও আরশাফুল ২ হাজার।
(৫ নম্বর ওয়ার্ড) রামচন্দ্রপুর আওয়ামী লীগ সভাপতি, মোঃ আজিজুর রহমান নেতৃত্বে ২ হাজার, রবিউল সহ
ওয়ার্ড আওয়ামীলীগ নেতৃত্বে ২ হাজার,সাবেক যুবলীগ নেতা লতার নেতৃত্বে ৩ হাজার ৫০০ শত’ রফিকুল ইসলাম টিটু সাবেক ছাত্রলীগ ১হাজার।
(৬) সোনাতনপুর রিশখালী
মোঃ মানিক হাবিলের নেতৃত্বে ১ হাজার।
সাবেক যুবলীগের সভাপতি শাহাদত হোসেন ও মেহের মেম্বারের নেতৃত্বে ১ হাজার।
(৭ নম্বর ওয়ার্ড) গোবরাপাড়া ও ভুইয়াপাড়া রহিম মেম্বার, , যুবলীগ নেতা রহুল, ইউনিয়ন যুবলীগের শহিদুল ইসলাম,২ হাজার,
(৮ নম্বর) রিশখালী কেষ্টপুর মাষ্টার, উজ্জ্বল মাষ্টার, রাজ ডেন্টাল নেতৃত্বে ২ হাজার।
(৯ নম্বর) হিঙ্গারপাড়া বিশিষ্ট ব্যবসায়ী ও আওয়ামীলীগ নেতা আলতাফ হোসেন,ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আরশাফুল ইসলাম, আরমান ও রশিদ নেতৃত্বে ৩ হাজার।