দীর্ঘায়ু শুভ কামনায় মুমতাহিনা রহমানের জন্মদিন পালিত

মোঃ শহিদুল ইসলামঃ স্টাফ রিপোর্টার
  • আপডেট টাইম : শুক্রবার, ৫ মে, ২০২৩
  • ৯০ বার পঠিত

 

জীবনে সুখ শান্তি দীর্ঘায়ু সুস্থতা ,দোয়া ও শুভ কামনায় ঘরোয়া পরিবেশে কেক কেটে পারিবারিক নানা আয়োজনে মুমতাহিনা রহমানের জন্মদিন অনুষ্ঠিত।

বন্দর নগরী চট্টগ্রামের ইপিজেড থানাধীন আলিশাহ নগর বন্দর টিলায় বর্ণাঢ্য আয়োজনে পালিত হলো মোঃ বশির আলম জমাদ্দারের আদরের মেয়ে মুমতাহিনা রহমানের ৭তম জন্মদিন। ছোট ফুটফুটে মেয়েটির জন্মদিনে অংশ নিতে এলাকা থেকে ছুটে আসেন অনেক আত্মীয় স্বজনের ডল।

গত সোমবার (১ মে ২০২৩/) বিকেলে আলিশাহ পাড়ায় নিজ বাসায় কেক কেটে পিরোজপুর জেলা মঠবাড়িয়া থানার কৃতি সন্তান মোঃ বশির আলম জমাদ্দারের মেয়ে মুমতাহিনা রহমানের জন্মদিন,আমন্ত্রিত অতিথিদের নিয়ে পালিত হয়েছে।

মুমতাহিনা রহমানের ২০১৭ সালের পহেলা মে /বরগুনা জেলা শহরে অবস্থিত সেন্ট্রাল হসপিটালে সোমবার দিনের প্রথম প্রহরে নবীর জন্মদিনের সাথে মিল রেখে পৃথিবীতে জন্ম নেয়। বাবার আদরের সেই মেয়েটি।গত০১/৫/২০২৩ যার জন্মদিন সপ্তম বারের মত পালন পালন করা হয়। যা আবারো সেই দিনটি সোমবার ছিল। উল্লেখ্য যে তাঁর বাবা সন্তান জন্মের আগেই মনে মনে আল্লাহর কাছে প্রার্থনা করেছিলেন তার সন্তান যেন সোমবারে নবীর জন্মদিন এর সাথে মিল রেখে জন্মগ্রহণ করেন।

মহান আল্লাহ সেটা কবুল করেছেন আমরা তার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি।পিরোজপুর জেলা,মঠবাড়িয়া থানার ঘোষের টিকিকাটা,গ্রামের জোমাদ্দার বাড়ির বাবা,মায়ের আদরের সন্তানটির জন্য সকলে দোয়া করবেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর