কুষ্টিয়াবাসীর দোয়া ও ভালবাসায় আমেরিকা প্রবাসী জয় নেহালের নেতৃত্বে মানব সেবায় নিরলস ভাবে কাজ করে চলেছে জয় নেহালের চৌকস টিম ‘জয় নেহাল মানবিক ইউনিট’। সুপেয় খাবার পানির অভাব পূরণের লক্ষ্যে নিয়মিতভাবে গ্রাম ও শহরের বিভিন্ন প্রান্তে নলকূপ স্থাপন করে যাচ্ছে জয় নেহালের এই মানবিক ইউনিট।
তারই ধারাবাহিকতায় ১২ ডিসেম্বর কুষ্টিয়া জিলা স্কুলের সম্মুখে বীর মুক্তিযোদ্ধা বাহাউদ্দিন সড়কের বাহাউদ্দিন সরকারি প্রাইমারি স্কুলের পশ্চিমে স্থাপন করলেন একটি সুপেয় পানির নলকূপ। যার দ্বারা অত্র এলাকাবাসীর খাবার পানির অভাব অনেকটাই মোচন হবে আশা করা যায়।
উক্ত নলকূপ স্থাপনে সার্বিক সহযোগিতায় ছিলেন পূর্ব মজমপুরের বাসিন্দা ১৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ইব্রাহিম, মামুনুর রহমান মানু, সাংবাদিক শাহীন রেজা এবং জয় নেহাল মানবিক ইউনিটের টিম সহ স্থানীয় এলাকাবাসী।
প্রবাসে অবস্থানরত জয় নেহাল এক ক্ষুদে বার্তায় বলেন, এই ধরনের সহযোগিতা অব্যাহত রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেন এবং এলাকাবাসীর কাছে দোয়া ও আশীর্বাদ কামনা করেন।