আসন্ন ২৮ নভেম্বর ২০২১ ইং তারিখ ইউপি নির্বাচন। উক্ত নির্বাচনে মেম্বার পদ প্রার্থী হিসেবে বিশিষ্ট সমাজ সেবক, গরীব দুখী মেহনতী মানুষের বন্ধু জনাব, মঞ্জুরুল ইসলাম এক জন সু শিক্ষিত ও নিষ্ঠাবান মানুষ। সে বিরামপুর উপজেলার ১নং মুকুন্দ পুর ইউনিয়নের ৪নং ওয়ার্ড থেকে টিউবওয়েল মার্কা প্রতীক নিয়ে মেম্বার পদ প্রার্থী হিসেবে দাঁড়িয়ে ছেন। মঞ্জরুল ইসলাম বলেন আমার ৪ নং ওয়ার্ডে সর্বমোট ১৫৩৮ জন ভোটার, এদের মধ্যে আমরা তিন জন প্রার্থী। আমার মার্কা টিউবওয়েল। যদি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট গননা হয় তা হলে আমি বিপুল ভোটে নির্বাচীত হবই ইনশাআল্লাহ। সে আরও বলেন আমি নির্বাচীত হলে সর্ব প্রথম মাদক ও বাল্য বিবাহ প্রতিরোধ করার পাশাপাশি সমাজের অন্যায়, অবিচার, জুলুম অত্যাচরেে বিরুদ্ধে ৫ বচ্ছর কাজ করে যাবো এই আমার ওয়াদা।