বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক ও নিউজ টোয়েন্টিফোরের সিইও নঈম নিজাম, কালের কন্ঠ, ইংরেজি দৈনকি ডইেলি সানের সম্পাদক, বাংলাদশে প্রতদিনিরে সাংবাদকি সাইদুর রহমান রমিনসহ ১১ জন সিনিয়র সাংবাদিকের বিরুদ্ধে চট্টগ্রামের হুইপের করা ৫০০ কোটি টাকা মান হানি মামলার প্রতিবাদে মানব বন্ধন অনুষ্ঠি হয়েছে।
আজ রবিবার দুপুর ১ টার দিকে মেহেরপুর রিপোর্টার্স ক্লাবের সামনে এ মানব বন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে মেহেরপুর রিপোর্টাস ক্লাবের সভাপতি মাহবুবুল হক পোলেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন মেহেরপুর রিপোর্টার্স ক্লাবের যুগ্ম সম্পাদক মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক রাশেদ খাঁন, আরণি থিয়েটারের সভাপতি নিশান সাবের, সাংবাদিক সাঈদ হোসেন, মিজানুর রহমান জনি, আতাউর রহমান, রাব্বি আহম্মেদ, কামাল হোসেন, মিজানুর রহমান অপু, সোহানুর রহমান, তরিকুল ইসলাম প্রমুখ।
মানব বন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন র্দুনীতি ও লুটপাটরে বরিুদ্ধে মামলা করায় দশেরে স্বনামধন্য সম্পাদক ও রাষ্ট্রীয় র্স্বণপদকপ্রাপ্ত সাংবাদকিদরে বরিুদ্ধে মামলা করা অত্যন্ত নন্দিনীয় ও উদ্বগেরে বষিয়। সেই সাথে চট্টগ্রাম হুইম শামসুল হকের করা মিথ্যা মামলার নিন্দা জানিয়ে অবিলম্বে প্রত্যাহারের দাবি জানানো হয়।