মেহেরপুর সাদর বারাদী বাজারে মিলন মেডিকেল হলে দিনে দুপুরে ডাকাতি

 প্রিন্স আরিফ খান
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৪ মে, ২০২১
  • ৪২০ বার পঠিত

মেহেরপুর সদর বারাদি বাজারে মিলন মেডিকেল হলে দুই লক্ষ টাকা ছিনতাই, মিলনের বাড়ি মোমিনপুর পশ্চিমপাড়াই, মিলনের পিতা মো: ইসলাম, তিনি বলেন দুপুর বারোটার সময় কিছু সময়ের জন্য ইস্তেনজা করার জন্য, তার দোকানের পাশে একটি মসজিদে যান তিনি কয়েক মিনিট পরেই দোকানে এসে দেখেন ড্রয়ারের লকার ভাঙ্গা, তিনি বলেন সেখানে প্রায় চার লক্ষ টাকা ছিল কিছু খুছরা টাকাও ছিল, সেখান থেকে দুই লক্ষ টাকা উধাও। তিনি আরো বলেন ড্রয়ারে সাত থেকে আট টা মোবাইল ফোন ছিল সেগুলো ঠিকই আছে, তবে এক্ষেত্রে তিনি জানান অপরিচিত তিনটা লোককে তিনি তার দোকানের সাম্নের একটি চায়ের দোকানে বসে থাকতে দেখেছেন, যারা ইতিপুর্বে মিলনের দোকান কে ফ্লো করে আসছিল, এই ব্যাপারে বারাদী ক্যাম্পের এস আই আব্বাস ঘটনাস্থলে উপস্থিত হয় এবং এ ব্যাপারে থানায় জিডি করেন মিলন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর