যারা বঙ্গবন্ধুর আদর্শকে ভালবাসে, তাড়া কোন দিন বেঈমান,ও দুর্নীতিবাজ হতে পারে না।

মোঃ শহিদুল ইসলাম সিনিয়র স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩০ আগস্ট, ২০২২
  • ২৬০ বার পঠিত

 

 

আমাদের মত যাঁহারা দলকে ভালবাসে, প্রিয় নেত্রীকে ভালবাসে, হাজার বছরের শ্রেষ্ট বাংগালী জাতির জনক বঙ্গবন্ধুর আদর্শকে ভালবাসে, তাড়া কোন দিন বেঈমান, দুর্নীতিবাজ হতে পারে না।

আমাদের শুধু একটাই দোষ, দল ছেড়ে সার্থের জন্য রাতারাতি বোল পালটাতে পারি না,
তাতে দল আমাদের যতই অবহেলা করুক না কেন।
দল মনে হয় আমাদের রক্তের সাথে মিশে গেছে।

আর ডিকবাজী, দুর্নীতিবাজি, দলের নাম বিক্রি করতে হলে,,,,, তাতে টাকার দরকার, শক্তির দরকার, বড় বড় লিডারদের আশর্বাদ দরকার, বড় বড় ভাই থাকার দরকার, সর্বপরি চাপাবাজীতে আকর্শনীয় কু বুদ্ধিমত্তা
হওয়ার দরকার।

এই গুনাবলি গুলি কোন ত্যাগি কর্মিদের মধ্যে নাই,
তাই তাড়া আজও সব জায়গায় অবহেলিত।

তবু আজ যুগের পরবর্তনে কর্মিরা দেখতে পাচ্ছে, জানতে পারছে, সর্বপরি নিজের মতকে কিছুটা হলেও প্রকাশ করতে পারছে।

কর্মিরা আজ fb মাধ্যমে জাতির জনকের ইতিহাস জানতে পারছে, আবার তার ছবি জীবনী বিভিন্ন ভাবে জাতির সামনে তুলে ধরতে পারছে,

দলের প্রিয় নেতাদের ভালো কাজ গুলি তুলে ধরেছেন , প্রিয় নেত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা সাফল্য, উন্নয়ন মুলক কর্মকান্ড দেশ বিদেশের মানুষের কাছে তুলে ধরতে পারছে।

তারপরও কিছু লোকের সহযোগিতায় দলে এখন গাছের থেকে পরগাছায় ভরে গেছে।
তাই দল ও প্রসাশনের কাছে অনুরোধ যারা দলের নাম ভাংগিয়ে টাকার পাহার গড়েছে, দলের বদনাম করেছে, তাদের সত্য মিথ্যা যাছাই করে প্রকৃত অপরাধীকে কঠিন শাস্তি দেওয়া হোক।

এটাই হোক আগষ্টের মিরজাফদের বিরুদ্ধে অভিযান।
দল হোক পরগাছা মুক্ত ইনশাআল্লাহ।

জয়বাংলা জয়বঙ্গবন্ধু
জয়তু শেখ হাসিনা।

সাংবাদিক মোঃ দেলোয়ার হোসেন সরকার ধনবাড়ী উপজেলা টাঙ্গাইল জেলা

দয়া করে নিউজটি শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর