লক্ষ্মীপুর সদর উপজেলায় দীর্ঘদিন ধরে চিকিৎসাহীনতায় নিজ বাড়িতে শয্যাশায়ী-সহযোগিতা চায় বিশ্বজিৎ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২১
  • ৭৮৯ বার পঠিত

লক্ষ্মীপুর সদর উপজেলায় দীর্ঘদিন ধরে চিকিৎসাহীনতায় নিজ বাড়িতে শয্যাশায়ী-সহযোগিতা চায় বিশ্বজিৎ

বিশ্বজিৎ চন্দ্র দাস (২৭)। পেশায় স্বর্ণকার। লক্ষ্মীপুর সদর উপজেলার ৪ নং চররুহিতা ইউনিয়নের চরলামছি গ্রামের ধনি রাম দাশ বাড়ির দিলীপ চন্দ্র দাসের ছেলে, গত ৩ বছর যাবত বিরল রোগ AVN, কোমরের হাড় জয়েন্ট ইনফেকশনে ভুগছেন। বর্তমানে অপারেশনের মাধ্যমে তার দুটো হিপ জয়েন্ট প্রতিস্থাপন করতে হবে। টাকার অভাবে দীর্ঘদিন ধরে চিকিৎসাহীনতায় নিজ বাড়িতে শয্যাশায়ী হয়ে তীব্র ব্যাথায় জীবন যাপন করতেছে। বর্তমানে তার ছোট একটা শিশু সন্তান রয়েছে। তার পরিবার চিকিৎসার কাজে সহায় সম্বল নিঃশেষ হয়ে যাওয়ায় তার চিকিৎসার জন্য সহৃদয়বান মানুষের কাছে সহযোগিতা চেয়েছেন। আপনাদের সাহায্যের মাধমে বিশ্বজিত পেতে পারে সুস্থ ও আলোকিত জীবন । যারা এই অসহায় বিরল রোগে আক্রান্ত ব্যক্তিকে সহযোগিতা করতে চান অনুগ্রহ করে বিশ্বজিতের সাথে সরাসরি আলাপ করতে পারেন।

বিনীতভাবে,

বিশ্বজিৎ চন্দ্র দাস
মোবাঃ০১৭৯৯-৩৬৬৪৬২( বিকাশ নাম্বার )

৪ নং চররুহিতা,৩ নং ওয়ার্ড, সদর লক্ষ্মীপুর।

দয়া করে নিউজটি শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর