ঝিনাইদহের হরিণাকুন্ডু পৌরসভার ৭নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মোঃ শরিফুল ইসলাম, তিনি জীবন দশায় আজ একজন ইজিবাইক চালক। শরীফুল ইসলাম গত ইং ২৩/৭/২০২৩ তারিখে রুটি রুজির উদ্দেশ্যে গাড়ি নিয়ে ঝিনাইদহে যান, এবং ফিরে আসার সময় মান্দারতলা নামক গ্ৰামে মোড়ের উপর অন্য একটি ইজি বাইকের মুখমুখি সংঘর্ষ হয়, সেই মুহূর্তে ওই গাড়িটিকে বাঁচানোর জন্য নিজে নিয়ত্রন হারিয়ে বটগাছের সঙ্গে ধাক্কা লাগে, এবং গুরুতর আহত হলে পাশে থাকা জনসাধারণ তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে যান। চিকিৎসার পর কিছুটা সুস্থ হওয়াই তিনি এখন তার নিজ বাসভবনে ফিরে আসেন। এমতাবস্থায় আজ ৩০/৭/২০২৩ ঝিনাইদহ হরিণাকুন্ডু ২ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব সফিকুল ইসলাম (অপু) মিয়া তাকে দেখতে আসেন, এবং বেদনা যুক্ত অবস্থায় দুঃখ প্রকাশ ও সান্তনা বাণী দেয়।
এসময় সাবেক সংসদ সদস্য আলহাজ্ব সফিকুল ইসলাম (অপু) মিয়ার সঙ্গে উপস্থিত ছিলেন তার P,S,আব্দুস সালাম (সাইদ) ৭নং ওয়ার্ড কাউন্সিলর আবু আসাদ (রুনু) আইয়ুব আলী, সাদিক আহমেদ (সুমন), জাহাঙ্গীর আলম,ইমারুল ইসলাম,ও আরও আওয়ামীলীগের নেতা ও কর্মী।