বর্ষা মওসুমে পৌরবাসী সহ হরিণাকুণ্ডু বাসীর যাতায়াতের হয়রানি থেকে মুক্ত করলো পৌরসভার মেয়র মোঃ ফারুক হোসেন।
হরিণাকুণ্ড- তৈলটুপি সড়কের নীর্মাণ কাজ চলমান থাকলেও জনদূর্ভগ কমেনি উপজেলার পৌরসভাধীন প্রিয়নাথ মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে।
সড়ক সংস্কার করে পৌরবাসী সহ উপজজেলাবাসীকে জনদূর্ভগ থেকে রক্ষা করলো মেয়র ফারুক হোসেন।
সড়কটির ঐ স্থানে সংস্কার করায় পৌরবাসী সাধুবাদ জানিয়েছেন মেয়র ফারুক হোসেনকে।এসময় পৌরসভার ৮নং ওয়ার্ড কাউন্সিল বাবুল আক্তার, মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মতিয়ার রহমান উপস্থিত ছিলেন।