ঝিনাইদহ হরিনাকুন্ডু উপজেলা ২ নং জোড়াদহ ইউনিয়নে আঙ্গুল ফুলে কলাগাছ হয়েছে চেয়ারম্যানের পি এস ডাবলু।
ইউনিয়ন পরিষদে গেলে চোখে বাধে না চেয়ারম্যানের আনা গোনা,
কোন সময় সচিবকেও খুজে পাওয়া যাই না,খুড়িয়ে খুড়িয়ে চলে ইউনিয়নের সকল কার্যক্রম,
ইউনিয়নের সাধারন জনগনের যেন ভুগান্তির শেষ নেই,
এমন চিত্র মিলবে হরিণাকুন্ডু উপজেলার ২ নং জোড়াদহ ইউনিয়ন পরিষদের কার্যক্রম।
চেয়ারম্যানের প্রায় সকল কার্যক্রম এমন কি চেয়ারম্যানের স্বাক্ষর করে দেন টাকার বিনিময়ে চেয়ারম্যানের পালিত পি এস আরশাফুল আলম ডাবলু।
ইজিপিপি এর ৪০ দিনের কর্মসূচির আওতায় অতিদরিদ্রদের তালিকায় তাহার নাম রয়েছে,
রয়েছে ভি,জি,ডি র কার্ড,কর্মসূচির টাকার সকল ভাগবাটারা সকল দায়িক্ত ডাবলুর।
গ্রামবাসি জানাই ডাবলুর ভয়ে কেহ কথা বলতে ভয় পাই তিনি মাঠে ৫ থেকে ৬ লক্ষ টাকার জমি বন্ধক রেখেছে,
গোযাল ভরা গরু রয়েছে,
রয়েছে ভালো মানের মোটরসাইকেল সে কি করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদান টি আর কাবিকা কর্মসূচির আওতায় দুর্যোগ সহনীয় বাসগৃত পেয়েছেন,
তাহার নিজের নামে, ইচ্ছা মত সরকারি নকশা পরিবর্তন করেছে বাইরে থেকে মোটরসাইকেল উঠানোর জন্য তৈরি করেছে সিড়ি, রান্না ঘরের বাসে সিড়ি, দুই দিকে লোহার গ্রীল দিয়ে তৈরি করেছে বড় গেট,ঘরের পাশে ছায়িড বাড়িয়ে রুম তৈরীর করে ছাদ দেবার চিন্তা ভাবনা করছেন তিনি, ঘর পায়িদেবে বলেও অনেকের কাছে টাকার দাবি করেন ডাবলু,
এলাকার সাধারন জনগন ডাবলুর ভয়ে কেহ কথা বলতে সাহস পাই না কারন সে চেয়ারম্যানের পি এস।